Hooghly Lok Sabha Constituency: ফের ‘রচনা’ লিখবেন লকেট? নাকি ‘মন’ কাড়বেন অন্য কেউ?

May 19, 2024 | 5:47 PM

Hooghly Lok Sabha Constituency: উনিশের নির্বাচনে এই কেন্দ্রে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। আর সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে ৭২ হাজারের বেশি ভোটে হারান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। এবার বিজেপির লকেটের বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়।

Hooghly Lok Sabha Constituency: ফের রচনা লিখবেন লকেট? নাকি মন কাড়বেন অন্য কেউ?
হুগলিতে কে জিতবেন? সোমবার, ২০ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য

Follow Us

হুগলি: ১৯৫২ সালে প্রথম লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে জিতেছিল অখিল ভারতীয় হিন্দু মহাসভা। পাঁচ বছর পর বামেরা দখল করে এই আসন। ধীরে ধীরে হয়ে ওঠে বামদুর্গ। ২০০৯ সালে প্রথমবার এই কেন্দ্রে জয়ী হয় তৃণমূল। সেই হুগলি লোকসভা কেন্দ্রে গতবার তৃণমূলকে হারিয়ে ফোটে পদ্মফুল। আবার একুশের নির্বাচনে এই লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভাতেই জিতেছে তৃণমূল। রাজনীতির কারবারিরা বলছেন, চব্বিশের নির্বাচনে দুই ফুলের মধ্যে জোর টক্কর হতে চলেছে। ফল কী হবে, তা জানা যাবে ৪ জুন। তার আগে জেনে নেওয়া যাক, কার পায়ে কত জমি।

হুগলি লোকসভা কেন্দ্রের ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল সিঙ্গুর, চন্দননগর, চুঁচুড়া, বলাগড়, পান্ডুয়া, সপ্তগ্রাম, ধনেখালি। ২০১৯ সালের লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,৬৪,৬২৯। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ২৬.৬ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৭.৪ শতাংশ। সংখ্যালঘু ভোটার ১৪.৬ শতাংশ। গ্রামীণ ভোটার ৫৮.২ শতাংশ। শহুরে ভোটার ৪১.৮ শতাংশ।

উনিশের নির্বাচনে এই কেন্দ্রে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। আর সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী রত্না দে নাগকে ৭২ হাজারের বেশি ভোটে হারান বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তৃতীয় স্থানে ছিল সিপিএম।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ সিঙ্গুর ১৭,৬৩২ ৯৩,১৭৭ ৮২,৭৪৮
২০২১ সিঙ্গুর ৩০,০১৬ ৭৫,১৫৪ ১,০১,০৭৭
২০১৯ চন্দননগর ২৩,৪৬০ ৬৮,৩২১ ৭১,১৯৬
২০২১ চন্দননগর ৩৩,৭০২ ৫৫,৭৪৯ ৮৬,৭৭৮
২০১৯ চুঁচুড়া ২২,৭৯৭ ১,১৬,৬০৩ ৯৫,৫৮৭
২০২১ চুঁচুড়া ২৮,৭৭৭ (AIFB) ৯৮,৬৮৭ ১,১৭,১০৪
২০১৯ বলাগড় ১৫,১৬৩ ১,১০,১৭৫ ৭৬,১২১
২০২১ বলাগড় ১৯,৭৬৬ ৯৪,৫৮০ ১,০০৩৬৪
২০১৯ পান্ডুয়া ২৫,১৪১ ৮৯,৮৮৩ ৮৯,১৮১
২০২১ পান্ডুয়া ৪১,৪৭৪ ৭১,০১৬ ১,০২,৮৭৪
২০১৯ সপ্তগ্রাম ৯,৩৭৭ ৯৪,৩৯২ ৭২,৮০৭
২০২১ সপ্তগ্রাম ৮,৩৩২ (কংগ্রেস) ৮৩,৫৫৬ ৯৩,৩২৮
২০১৯ ধনেখালি ৭,৭৫৯ ৯৭,৪৮০ ১,০৯,৮৪২
২০২১ ধনেখালি ৯,০৩৩ (কংগ্রেস) ৯৪,৬১৭ ১,২৪,৭৭৬

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

একুশের বিধানসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের সাতটি আসনেই জয়ী হয় তৃণমূল। সিঙ্গুরে জেতেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না। চন্দননগরে জয়ী হন ঘাসফুল প্রার্থী ইন্দ্রনীল সেন। তৃণমূল প্রার্থী অসিত মজুমদার জয়ী হন চুঁচুড়া আসনে। বলাগড়ে জয়ী হন তৃণমূলের মনোরঞ্জন ব্যাপারী। পান্ডুয়া আসনে জেতেন তৃণমূলের রত্না দে নাগ। সপ্তগ্রামে জয়ী হন ঘাসফুল প্রার্থী তপন দাশগুপ্ত। ধনেখালিতে জেতেন তৃণমূলের অসীমা পাত্র।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপি পেয়েছিল ৪৬.৫ শতাংশ ভোট। তৃণমূল ৪১.৪ শতাংশ এবং সিপিএম ৮.৪ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৩৭.৮ শতাংশ ভোট। তৃণমূল ৪৭.৯ শতাংশ এবং সিপিএম ৮.২ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

বিদায়ী সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেই এবার প্রার্থী করেছে বিজেপি। তৃণমূলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। আর এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী মনোদীপ ঘোষ।

Next Article