সাঁতরাগাছি: শনিবার সন্ধ্যায় সাঁতরাগাছি উড়ালপুলে (Santragacchi Flyover) ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। সাঁতরাগাছি ব্রিজ থেকে নামার মুখে দুর্ঘটনার কবলে পড়ে চারটি গাড়ি। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় সাঁতরাগাছি উড়ালপুলে। পরে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ। একটি রিকভারি ভ্যান একটি ট্রেলারকে সাঁতরাগাছির দিক থেকে টেনে নিয়ে কলকাতার দিকে যাচ্ছিল। উড়ালপুল থেকে নামার পথে ওই রিকভারি ভ্যানটি উল্টে যায় এবং তার জেরেই এই দুর্ঘটনা। রিকভারি ভ্যানটি উল্টে গিয়ে দুটি যাত্রীবাহী গাড়ির উপর পড়ে। দুটি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়েছে তবে গাড়ির চালকরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
কপাল জোরে প্রাণে বেঁচে যান ওই দুই ছোট গাড়ির চালকরা। দুর্ঘটনার পর রিকভারি ভ্যানটি গাড়ির উপর উল্টে যাবে বুঝতে পেরেই একটি গাড়ির চালক গাড়ি থেকে বেরিয়ে পড়েন। ব্রেক ডাউন ভ্যানটি ওই গাড়িটিকে ধাক্কা মারার পরই ওই গাড়ির পিছনে থাকা অপর একটি অ্যাপ নির্ভর গাড়িও নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের পিছনে থাকা ট্রেলারে গিয়ে ধাক্কা মারে। তবে ওই গাড়ির চালক বা যাত্রীরাও বরাত জোরে বেঁচে যান। দু’টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়।
চারটি গাড়ি একসঙ্গে দুর্ঘটনার কবলে পড়ার ফলে সাঁতরাগাছি ব্রিজে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরবর্তী পুলিশ ও রিকভারি ভ্যান এসে দুর্ঘটনার কবলে পড়া গাড়িগুলিকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যায়। দুর্ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, গুরুতর আহত কেউ না হলেও, অল্পবিস্তর চোট লেগেছে কয়েকজনের।
পুলিশ সূত্রে খবর, এদিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ব্রেক ডাউন ভ্যানটি যখন ট্রেলারটিকে নিয়ে হাওড়ার দিকে নামছিলে, তখনই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা দু’টি গাড়িকে ধাক্কা মারে। একটি গাড়ির উপর পড়ে যায়। দীর্ঘক্ষণ যানচলাচল স্তব্ধ হয়ে যায় সাঁতরাগাছি ব্রিজে। তবে এর জেরে শনিবার সন্ধ্যায় ব্যাপক যানজট তৈরি হয় কোনা এক্সপ্রেসওয়েতেও। কোনা ট্রাফিক গার্ডের পুলিশ গিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন হাইড্রোলিক ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যানজটের জেরে এদিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে কলকাতাগামী গাড়ি ও উল্টোদিকে হাওড়াগামী গাড়ি ধীরগতিতে চলাচল করে। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির আহত চালকদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ব্রেক ডাউন ভ্যানটি পুলিশের বলেই জানা যায়। তবে এই ব্রেক ডাউন ভ্যানটি এদিন কোথায় যাচ্ছিলে তা জানার চেষ্টা করছে পুলিশ।
আরও পড়ুন : Bus Fare in Kolkata: বেশি ভাড়া নিলেই এফআইআর! বাসযাত্রীদের মুস্কিল আসানে ফিরহাদ
আরও পড়ুন : Fire in Kolkata : জতুগৃহ ট্যাংরা, তিন ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে আগুন, আহত ২ দমকলকর্মী