Bus Fare in Kolkata: বেশি ভাড়া নিলেই এফআইআর! বাসযাত্রীদের মুস্কিল আসানে ফিরহাদ
Firhad Hakim: ফিরহাদ হাকিম বলেন, পরিবহন মন্ত্রীর পক্ষে হেলিকপ্টার নিয়ে উপর থেকে ঘুরে বেড়িয়ে কারা বাসের অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেটা দেখা সম্ভব নয়। তাই যাত্রীদেরই এগিয়ে আসতে হবে।
কলকাতা : বাসের ভাড়া (Bus Fare in Kolkata) বৃদ্ধিতে নারাজ সরকার। সমাধান একমাত্র ব্যাটারি চালিত বাস। ততক্ষণ অবধি যাত্রীভাড়া বেশি নিলে পুলিশের দ্বারস্থ হওয়ার পথ বাতলালেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম (Transport Minister Firhad Hakim)। বাসের অতিরিক্ত ভাড়া নিয়ে ভুরিভুরি অভিযোগ প্রতিদিনের রুটিনে পরিণত হয়েছে। শনিবার টক টু মেয়র অনুষ্ঠানে এক ব্যক্তি ফোন করে করে বাসে অতিরিক্ত ভাড়া নিয়ে অভিযোগ জানান। তাঁকে বাস থেকে নেমে সেই বাসের টিকিট নিয়ে স্থানীয় পুলিশ থানায় অভিযোগ জানানোর পরামর্শ দেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। ফোনে বললেন, টিকিট কেটে এফআইআর করুন। সেই সঙ্গে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠানোর আবেদনও জানান ফিরহাদ হাকিম।
এই বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, পরিবহন মন্ত্রীর পক্ষে হেলিকপ্টার নিয়ে উপর থেকে ঘুরে বেড়িয়ে কারা বাসের অতিরিক্ত ভাড়া নিচ্ছে সেটা দেখা সম্ভব নয়। তাই যাত্রীদেরই এগিয়ে আসতে হবে। তারপর অভিযোগের ভিত্তিতে পরিবহন দফতর পরিস্থিতি বিবেচনা করে বাসের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বলেও আশ্বাস দেন ফিরহাদ হাকিম। তবে বেশি ভাড়ার দাবি এবং নিত্যদিনে তেলের দাম বৃদ্ধি নিয়ে বিজেপিকে একহাত নিয়ে পরিবহন মন্ত্রী বলেন, “এরপর তেলের দাম ১ হাজার টাকা প্রতি লিটারে পৌঁছে যাবে। তাহলে কি প্লেনের ভাড়া দিয়ে এবার মানুষ বাসে উঠবেন? আমরা বিকল্প পরিবহন ব্যবস্থার উপরে জোর দিচ্ছি।”
ফিরহাদ জানান, “আমরা কিছু কিছু সিএনজি বাস চালাতে শুরু করেছি। কিন্তু আমরা ব্যাটারি চালিত বাস রাস্তায় নামতে চাই। তবে উপযুক্ত মাত্রায় লিথিয়াম ব্যাটারি না পাওয়ার কারণে সেটা চালাতে পারছি না। লিথিয়াম উৎপাদনের বেশিরভাগ অংশ চিন তুলে নেয়। কিছুটা অস্ট্রেলিয়া তৈরি করে। ফলে লিথিয়ামের সঙ্কটের কারণে ব্যাটারি চালিত বাস নামাতে সমস্যা তৈরি হচ্ছে।” তবে কিছুটা আশার বাণী শুনিয়ে তিনি জানান, এক সংস্থার সঙ্গে চিনের একটা চুক্তি হচ্ছে। ফলে লিথিয়াম ব্যাটারি পাওয়ার একটা আশার আলো দেখা যাচ্ছে।