AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amta Howrah Local: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আমতা-হাওড়া লোকাল, ক্ষয়ক্ষতির খবর নেই

Amta Howrah Local: সূত্রের খবর, এ দিন ট্রেনটি আমতা থেকে হাওড়া ঢোকার সময় ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় পিছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়।

Amta Howrah Local: হাওড়া স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত আমতা-হাওড়া লোকাল, ক্ষয়ক্ষতির খবর নেই
লাইনচ্যুত আমতা-হাওড়া লোকাল (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 3:04 PM
Share

হাওড়া: হাওড়া স্টেশনে ঢোকার মুখে বিপত্তি। লাইনচ্যুত হল আমতা-হাওড়া লোকাল। রবিবার সকাল ৯ টা ৪৫ নাগাদ ঘটনাটি ঘটেছে বলে খবর মিলেছে। ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার মুখে লাইনচ্যুত হয়েছে ট্রেনটি। তবে যাত্রীরা সুরক্ষিত রয়েছেন। কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

সূত্রের খবর, এ দিন ট্রেনটি আমতা থেকে হাওড়া ঢোকার সময় ১৯ নম্বর প্ল্যাটফর্মে ঢোকার সময় পিছনের তিনটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। তৎক্ষনাত রেলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। উপস্থিত হন ইঞ্জিনিয়ররাও। যুদ্ধকালীন তৎপরায় চলে কাজ। ট্রেনটিকে লাইনে ফিরিয়ে আনা হয়। তারপর রেল চলাচলের কাজ শুরু হয়। তবে গোটা প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগে যায়। যার ফলে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এই প্রথম নয়, গত মাসের ২৩ ফেব্রুয়ারিও লাইনচ্যুত হয়েছিল হাওড়া আমতা লোকাল। মাজু স্টেশন ঢোকার আগে জগৎবল্লভপুরে যাদববাটি এলাকায় তিনটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। জানা গিয়েছিল, ট্রেনটি যখন দুর্ঘটনার কবলে পড়ে, তখন গাড়ির গতি অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছে। এর জেরে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে রেল সূত্রে জানা গিয়েছিল। যদিও বড় দুর্ঘটনা না হলেও এই লাইনচ্যুতির জেরে কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। এদের মধ্যে তিন জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের উদ্ধার করে ইতিমধ্যেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।