Fire: দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে চার চাকা, ভয়ঙ্কর সেই দৃশ্য…

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Feb 03, 2024 | 9:37 PM

Howrah: দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গাড়িটি একেবার জ্বলে গিয়েছে। ঘটনার সময় টোলপ্লাজার ওই লেন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। অন্যান্য গাড়ি চলাচলও বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ। দ্বিতীয় হুগলি সেতুতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের আধিকারিকের অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে।

Fire: দ্বিতীয় হুগলি সেতুতে দাউ দাউ করে জ্বলছে চার চাকা, ভয়ঙ্কর সেই দৃশ্য...
এভাবেই জ্বলছিল গাড়িটি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে ভয়াবহ আগুন। শনিবার দুপুর আড়াইটে নাগাদ এই ঘটনা ঘটে। দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার ৯ নম্বর লেন ধরে একটি প্রাইভেট গাড়ি যাচ্ছিল। হঠাৎই দেখা যায় গাড়িটি জ্বলছে। কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল সেটি। সেই সময় গাড়ি থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়।

এদিকে ধোঁয়া বের হতে দেখে গাড়ির চালক -সহ দুই যাত্রী তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়েন। তারপরই দাউ দাউ করে জ্বলতে থাকে গাড়ি। বিষয়টি নজরে আসতেই ছুটে আসে দ্বিতীয় হুগলি সেতু ট্রাফিক গার্ডের পুলিশ। খবর দেওয়া হয় দমকলে।

দমকলের একটি ইঞ্জিন এসে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। গাড়িটি একেবার জ্বলে গিয়েছে। ঘটনার সময় টোলপ্লাজার ওই লেন গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়। অন্যান্য গাড়ি চলাচলও বন্ধ করে দেয় ট্রাফিক পুলিশ।

দ্বিতীয় হুগলি সেতুতে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের আধিকারিকের অনুমান, শর্টসার্কিট থেকে এই আগুন লাগতে পারে। আগুন লাগার সঙ্গে সঙ্গে দুই যাত্রী গাড়ি থেকে নেমে পড়ায় তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।