Shibpur: সাইকেল নিয়ে যাওয়ার পথে সজোরে ডাম্পারের ধাক্কা, মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়রের

Howrah: মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে-সঙ্গেই তড়িঘড়ি ছুটে আসেন শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। হাওড়া থানার পুলিশ ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে। ধৃতকে তুলে দেওয়া হয়েছে শিবপুর থানার পুলিশের হাতে।

Shibpur: সাইকেল নিয়ে যাওয়ার পথে সজোরে ডাম্পারের ধাক্কা, মৃত্যু মহিলা সিভিক ভলান্টিয়রের
হাওড়ায় মৃত্যু সিভিক ভলান্টিয়ারেরImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 10, 2024 | 11:17 AM

শিবপুর: সাইসাই করে যাচ্ছিল ডাম্পার নিয়ে। দিকবিদিক জ্ঞান শূন্য়। সামনে সেই সময় সাইকেল নিয়ে যাচ্ছিলেন এক মহিলা সিভিক ভলান্টিয়ার। পিছন থেকে সজোরে ধাক্কা তাঁকে। ঘটনাস্থলেই লুকিয়ে পড়েন তিনি। পরে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম রুমকি হাজরা (২৭)। তিনি হাওড়া শিবপুর পুলিশ লাইনের রিজার্ভ ফোর্সে কাজ করতেন। শনিবার রাত্রে ডিউটি শেষ করে মধ্য হাওড়ার মল্লিক ফটকের কাছে সাইকেলে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ডাম্পার এসে পিছন থেকে পিষে দেয় তাঁকে।

মাটিতে লুটিয়ে পড়ার সঙ্গে-সঙ্গেই তড়িঘড়ি ছুটে আসেন শিবপুর থানার পুলিশ আধিকারিকরা। হাওড়া থানার পুলিশ ডাম্পারটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেফতার করেছে। ধৃতকে তুলে দেওয়া হয়েছে শিবপুর থানার পুলিশের হাতে। যদিও, এই ঘটনায় মৃতের বাবা প্রতিক্রিয়া দিতে পারেননি। মেয়েকে হারিয়ে শোকে পাথর হয়ে গিয়েছেন তিনি। ভাবতেই পারেননি এভাবে মেয়েকে অকালে হারিয়ে ফেলবেন।