AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Suicide: ১০ বছরের প্রেমের পরও বিয়ে করতে নারাজ প্রেমিকা, অভিমানে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা যুবকের

Howrah: প্রেমিকার প্রত্যাখান মেনে নিতে না পেরে শেষে গলায় শাড়ি জড়িয়ে আত্মঘাতি হলেন যুবক।

Howrah Suicide: ১০ বছরের প্রেমের পরও বিয়ে করতে নারাজ প্রেমিকা, অভিমানে গলায় শাড়ি পেঁচিয়ে আত্মহত্যা যুবকের
হাওড়ার যুবকের আত্মহত্যা (নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Feb 27, 2023 | 3:51 PM
Share

হাওড়া: দীর্ঘ দশ বছর প্রেমের সম্পর্ক ওদের। তবে মেয়েটি বেশ কয়েকদিন হল সম্পর্কে টানাপোড়েন চলছিল। মেয়েটিকে বারংবার ফোন করলেও অভিযোগ লাগাতার প্রেমিককে অপমান করে চলেছিলেন তিনি। এমনকী সম্পর্ক টিকিয়ে রাখতেও অস্বীকার করেন যুবতী। এরপরই ঘটল বিপত্তি। প্রেমিকার প্রত্যাখান মেনে নিতে না পেরে শেষে গলায় শাড়ি জড়িয়ে আত্মঘাতি হলেন যুবক।

হাওড়ার চারাবাগান এলাকার তাঁতীপাড়া এলাকার ঘটনা। পুলিশ সূত্রে খবর গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ নিজের বাড়িতেই গলায় শাড়ি জড়িয়ে আত্মঘাতী হন বছর তেত্রিশের যুবক প্রভাত মাকাল। তিনি পেশায় গাড়ি সার্ভিসিং-এর কাজ করতেন। পরিবারের লোকেরা জানিয়েছেন বছর দশেক আগে প্রভাত যখন সল্টলেকে একটি কল সেন্টারে কাজ করতেন সেই সময় থেকেই কোচবিহারের কলেজ মোড়ের এক যুবতীর সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়। পরবর্তীতে তাদের নিয়মিত ফোনে কথাবার্তা হত। পরে অন্যত্র ওই যুবতী বিয়েও করেন। কিন্তু কিছুদিন বাদে তাঁর ডিভোর্স হয়ে যায়।

যুবকের বাবা জানিয়েছেন, ওই যুবতী এবং তাঁর বন্ধুদের সঙ্গে প্রভাত বেশ কয়েকবার বেড়াতেও গিয়েছিলেন। ইদানিং প্রভাতের মা নীলিমা মাকাল ছেলের বিয়ের জন্য মেয়ে দেখতে শুরু করেন। তবে প্রভাত পরিবারকে জানিয়ে দেন যে, ওই যুবতীকেই বিয়ে করতে চান। দিন কয়েক আগে তিনি কোচবিহারে তাঁর সঙ্গে দেখা করতে গেলে মেয়েটি তাঁর সঙ্গে সম্পর্ক না রাখার জন্য তাকে বলে। এরপর সে মোবাইল বন্ধ করে দেয়।

গতকাল যখন তিনি মোবাইল খোলেন তখন মেয়েটিকে ফোন করলে তিনি প্রভাতকে অপমান করেন বলে পরিবারের লোকেদের অভিযোগ। এমনকী তাঁকে পুলিশ দিয়ে গ্রেফতারের হুমকিও দেওয়া হয়। এরপর ওই যুবক খাওয়া-দাওয়া বন্ধ করে ঘরেই বসে থাকেন। রাত সাড়ে নটা নাগাদ বাড়িতে বাবা মা যখন হোম ডেলিভারির জন্য খাবার তৈরির কাজে ব্যস্ত ছিলেন সেই সময় সে নিজের ঘরেই গলায় শাড়ি জড়িয়ে আত্মহত্যা করেন। পরে জানালার ফাঁক দিয়ে তার মা দেখতে পেলে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনায় গোটা এলাকায় শোকাচ্ছন্ন গোটা পরিবার। তাঁর বাবা জানিয়েছেন ওই যুবতী তার ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছে। তাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ করবেন। চ্যাটার্জিহাট থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা শুরু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।