Howrah TMC Worker Death: হাওড়ায় TMC কর্মী খুন, গ্রেফতার ৬ জন

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 29, 2024 | 7:50 PM

Howrah TMC Worker Death: পুলিশ সূত্রে খবর, ধৃতকে ট্রানজিট রিমান্ডে আজ হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। গতকাল পুলিশ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিমতা থানা এলাকা থেকে ভিকি এবং তৌফিক হোসেন ওরফে গেড়া নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে।

Howrah TMC Worker Death: হাওড়ায় TMC কর্মী খুন, গ্রেফতার ৬ জন
হাওড়া সিটি পুলিশের বৈঠক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

শিবপুর: শিবপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনার কিনারা করল হাওড়া সিটি পুলিশ। এই ঘটনায় পুলিশ ছ’জনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র, একটি স্কুটি ও একটি বাইক। পুলিশ জানিয়েছে, নিজেদের মধ্যে শত্রুতার জন্যই এই খুনের ঘটনা ঘটিয়েছে তারা।

বস্তুত, সম্প্রতি আবদুল কাদির নামে এক যুবক বাড়ির সামনে চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে গুলি ছোড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কাদির এলাকার তৃণমূল কর্মী হিসাবে পরিচিত। পুলিশ জানিয়েছে, কাদিরের বিরুদ্ধে খুন, ডাকাতি ও মাদক পাচার সহ কমপক্ষে ১০টি মামলা ছিল। এরপর এই ঘটনার তদন্তে নামে উচ্চ-পদস্থ আধিকারিকদের নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম তৈরি করা হয়।

আজ হাওড়া সিটি পুলিশের কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী এক সাংবাদিক সম্মেলনে বলেন, “ঘটনার পর সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশকে সতর্ক করা হয়। সেই রাতে কলকাতা পুলিশের একটি দল ঘটকপুরে দুষ্কৃতীদের একটি স্কুটিকে তাড়া করলে স্কুটি ফেলে তারা পালিয়ে যায়। পুলিশ খুনের সময় ব্যবহৃত স্কুটি এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। এরপর এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে মহম্মদ দানিশ এবং মহম্মদ ফৈয়াজ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তারা এখন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ এবং স্থানীয় সোর্স মারফত খবর পায় এই ঘটনার শুটার আফতাব ঘটনার পর উত্তরপ্রদেশে পালিয়ে যায়। এরপর হাওড়া সিটি পুলিশের একটি তদন্তকারী দলকে সেখানে পাঠানো হয়। তারা গাজীপুর, আজিমগড় এবং বরাবাকি বিভিন্ন ডেরায় হানা দিয়ে আফতাব নামে ওই শুটারকে গ্রেফতার করে।”

পুলিশ সূত্রে খবর, ধৃতকে ট্রানজিট রিমান্ডে আজ হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। গতকাল পুলিশ সূত্রে খবর পেয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নিমতা থানা এলাকা থেকে ভিকি এবং তৌফিক হোসেন ওরফে গেড়া নামে ২ কুখ্যাত দুষ্কৃতিকে গ্রেফতার করে। তার কাছ থেকে দুটি সেভেন এমএম পিস্তল, একটি বাইক এবং নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ওই বাইক খুনের সময় ব্যবহার হয়েছিল কি না। পুলিশ কমিশনার জানিয়েছেন দুটি দুষ্কৃতী দলের শত্রুতার জন্য এই খুন। ২০১৪ সাল থেকে তাদের মধ্যে শত্রুতা ছিল।