Naushad Siddiqui: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন নওশাদ
Naushad Siddiqui: দুর্ঘটনার পর রাতেই নওশাদের জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে ডোমজুড় থানার পুলিশ। সেই গাড়িতে চেপেই শেষ পর্যন্ত বাড়ি ফেরেন নওশাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে।

হাওড়া: বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। শুক্রবার রাতে কলকাতা থেকে বাড়ি ফেরার পথে ভয়ঙ্কর পথ দুর্ঘটনার কবলে পড়ে নওশাদের গাড়ি। সূত্রের খবর, ডোমজুড় অঙ্কুরহাটি চেকপোস্টের কাছে সিগনালে দাঁড়িয়েছিল তাঁর গাড়ি। ওই সময়েই বাঁ দিক থেকে একটি ট্রাক তাঁর গাড়িতে ধাক্কা মারে। তীব্রতা এতই বেশি ছিল যে গাড়ির সামনের একটি চাকা মুহূর্তেই ফেটে যায়। তবে অল্পের জন্য রক্ষা পেয়ে যান নওশাদ। তিনি আহত হননি। গাড়ির চালক ও নিরাপত্তী রক্ষী কেউই আহত হননি।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আশপাশের লোকজন। তাঁরাই ট্রাকটিকে পাকড়াও করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমজুড় থানার পুলিশ। নওশাদ বলছেন, এলাকাটি অত্যন্ত দুর্ঘটনাপ্রবণ। তাই আন্ডারপাসের দরকার। আমার তো না হয় ছোট দুর্ঘটনা ঘটেছে। কিন্তু চারচাকার জায়গায় বাইক থাকলেই স্পট ডেড হয়ে যেত।
এদিকে দুর্ঘটনার পর রাতেই নওশাদের জন্য অন্য একটি গাড়ির ব্যবস্থা করে ডোমজুড় থানার পুলিশ। সেই গাড়িতে চেপেই শেষ পর্যন্ত বাড়ি ফেরেন নওশাদ। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই ঘাতক ট্রাকের চালককে আটক করা হয়েছে। শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, বছর দুয়েক আগেও কোনা এক্সপ্রেসওয়ের গড়ফার কাছে তাঁর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেবারও অল্পের জন্য বেঁচে যান নওশাদ।





