Vidyasagar Setu: বাইক রেখে সটান দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, তারপর…
Vidyasagar Setu: প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাইক নিয়ে আসছিলেন। বাইক দাঁড় করিয়ে হঠাৎ সেতুর উপর উঠে পড়েন তিনি। তারপর গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পাওয়ার পর কলকাতা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন।

হাওড়া: ফের গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। দ্বিতীয় হুগলি সেতু থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছয় কলকাতা পুলিশ। উল্লেখ্য, দ্বিতীয় হুগলি সেতুর উপর থেকে ঝাঁপ মারার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার দ্বিতীয় হুগলি সেতু থেকে আত্মহত্যার ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই যুবক বাইক নিয়ে আসছিলেন। বাইক দাঁড় করিয়ে হঠাৎ সেতুর উপর উঠে পড়েন তিনি। তারপর গঙ্গায় ঝাঁপ মেরে আত্মহত্যার চেষ্টা করেন। খবর পাওয়ার পর কলকাতা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছন। তারপর তাঁরা গঙ্গা থেকে এসে উদ্ধার করে ওই ব্যক্তিকে। দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। বাইকটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার হেস্টিং থানায়। কেন এই ঘটনা, এর তা সবটাই খতিয়ে দেখছেন কলকাতা পুলিশের আধিকারিকরা।
কর্তব্যরত এক পুলিশ আধিকারিক বলেন, “কোথাও একটা জায়গা থেকে আসছিলেন। তারপর স্কুটিটি দাঁড় করান। আমরা সেই ডিউটি করছিলাম। দেখি ঝাঁপ মেরে দিয়েছে। কেন ঝাঁপ দিলেন জানা যায়নি। উনি এখন সুস্থ রয়েছেন।বাইক উদ্ধার করে হেয়ারস্ট্রিট থানায় জমা করা হয়েছে।”





