রামকৃষ্ণ মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজি মহারাজের জীবনাবসান
আগামিকাল সকাল সাড়ে ৮ টা পর্যন্ত স্বামী বাগীশানন্দজি মহারাজের পার্থিব শরীর কাশীপুর উদ্যানবাটিতে রাখা হবে। ভক্ত ও অনুরাগীরা সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
হাওড়া: রামকৃষ্ণ মিশনের প্রবীণতম ভাইস প্রেসিডেন্ট স্বামী বাগীশানন্দজি মহারাজের জীবনাবসান হল। শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে রামকৃষ্ণ মিশন সেবাপ্রতিষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
রামকৃষ্ণ মিশনের তরফে জানানো হয়েছে, আজ রাত ১০ টা থেকে আগামিকাল সকাল সাড়ে ৮ টা পর্যন্ত স্বামী বাগীশানন্দজি মহারাজের পার্থিব শরীর কাশীপুর উদ্যানবাটিতে রাখা হবে। ভক্ত ও অনুরাগীরা সেখানে গিয়ে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন।
এর পর তাঁর দেহ নিয়ে আসা হবে বেলুড় মঠে। সেখানে সংস্কৃতি ভবনে শায়িত থাকবে তাঁর নশ্বর দেহ। ভক্ত ও অনুরাগীবৃন্দ সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে প্রয়াত মহারাজকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন। আগামিকাল রাত ৯.১৫ নাগাদ বেলুড় মঠেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: নন্দীগ্রাম-কাণ্ডের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা পড়ল কমিশন ও রাজভবনে, কী লেখা সেখানে?
২০১৭ সালের ১৭ জুলাই থেকে ষোলোতম অধ্যক্ষের পাশাপাশি যে পাঁচ জন ভাইস প্রেসিডেন্টেরও নাম ঘোষণা করা হয়, তার মধ্যে অন্যতম স্বামী বাগীশানন্দজি মহারাজ। ভক্তদের জন্য তাঁর দরজা সব সময় খোলা ছিল। গত ১২ জানুয়ারি ৯১ বছরে পা দেন মহারাজ। করোনাকালে গত বছর সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি হলেও ফিরে আসেন। কিন্তু এদিন আকস্মিক হৃদরোগে প্রয়াত হন তিনি।