Train Cancel: ২ তারিখ বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন! সমস্যা এড়াতে চাইলে এখনই দেখে নিন
Train Cancel: জৌগ্রাম রেল স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরির কাজ চলবে। সেই কারণে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ৯ জোড়া ট্রেন বাতিল রাখা হচ্ছে রবিবার।
হাওড়া: শনিবার শেষ দফার লোকসভা নির্বাচন। আর তার পরের দিনই (রবিবার) হাওড়া থেকে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। জৌগ্রাম রেল স্টেশনে নতুন প্লাটফর্ম তৈরির কাজ চলবে। সেই কারণে, হাওড়া-বর্ধমান কর্ড লাইনে বেশ কিছু ট্রেন বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া-বর্ধমান কর্ড লাইনে মোট ৯ জোড়া ট্রেন বাতিল রাখা হচ্ছে রবিবার। এই নতুন প্লাটফর্ম তৈরি হয়ে গেলে, যাত্রীদের আরও বেশি সুবিধা হবে এবং ট্রেনে সফর আরও স্বাচ্ছ্যন্দময় হবে বলেই আশা রেলের।
রবিবার হাওড়া-বর্ধমান কর্ড লাইনে আপ ও ডাউন মিলিয়ে মোট ১৮টি ট্রেন বাতিল থাকছে। হাওড়া থেকে ৩৬৮২৩, ৩৬৮২৫, ৩৬৮২৯, ৩৬৮৩১, ৩৬৮৩৫, ৩৬০৮৭, ৩৬০৮৭, ৩৬০৩৩ ও ৩৬০৩৭ ট্রেনগুলি বাতিল রাখা হবে রবিবার। বর্ধমান থেকে বাতিল থাকছে ৩৬৮২৮, ৩৬৮৩০, ৩৬৮৩৪, ৩৬৮৪০ ও ৩৬৮৫০ ট্রেনগুলি। পাশাপাশি মশাগ্রাম থেকে ৩৬০৮৬ ও ৩৬০৮৮ এবং চন্দনপুর থেকে ৩৬০৩৪ ও ৩৬০৩৮ ট্রেনগুলি বাতিল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রবিবার ছুটির দিন। কিন্তু তারপরও প্রয়োজনে অনেককেই ট্রেনে যাতায়াত করতে হয়। তার উপর হাওড়া-বর্ধমান কর্ড লাইনের মাধ্যমে অনেকেই জেলা থেকে কলকাতায় আসেন। রবিবার বর্ধমান কর্ড লাইনে ১৮টি ট্রেন বাতিল থাকার ফলে সমস্যায় পড়তে হতে পারে যাত্রীদের। বাকি ট্রেনগুলিতে যাত্রীদের ভিড়ও বাড়তে পারে। তাই রবিবার যদি আপনার বর্ধমান কর্ড লাইনের ট্রেনে চেপে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে অবশ্যই হাতে কিছুটা সময় নিয়ে রওনা দিন।