Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

AMTA Student Death: রাজ্যের ওপর ভরসা নয়! আনিসের বাড়িতে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন উমর খালিদের বাবা

AMTA Student Death: ইতিমধ্যে আনিস খান হত্যার তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। কিন্তু ক্রমশ সামনে আসছে সিবিআই তদন্তের দাবি।

AMTA Student Death: রাজ্যের ওপর ভরসা নয়! আনিসের বাড়িতে গিয়ে সিবিআই তদন্তের দাবি জানালেন উমর খালিদের বাবা
আনিসের বাড়িতে উমর খালিদের বাবা
Follow Us:
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 1:51 PM

হাওড়া : দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরুদ্ধে যে বিক্ষোভ হয়েছিল, তার অন্যতম মুখ ছিলেন উমর খালিদ (Umar Khalid)। ইউএপিএ (UAPA) বা দেশদ্রোহিতার মামলায় জেলে যেতে হয় জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) ওই প্রাক্তন ছাত্রকে। আর এবার হাওড়ার আমতায় আনিস খানের (Anis Khan) মৃত্যুতেও উঠছে একই প্রশ্ন। সিএএ- বিরোধী আন্দোলনের মুখ ছিলেন আনিসও। তাই আনিসের মৃত্যুর বিচার চেয়ে এবার তাঁর বাড়িতে এলেন উমর খালিদের বাবা। মঙ্গলবার সকালে আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করেন উমর খালিদের বাবা সৈয়দ কাসিম রসুল ইলিয়াস। এ দিন তিনি সাফ জানান, রাজ্য সরকারের ওপর ভরসা করা যাবে না। এ ক্ষেত্রে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত করানো উচিৎ বলে মন্তব্য করেন তিনি।

সৈয়দ কাসিম রসুল ইলিয়াস জানান, আনিস খানের পরিবারের প্রতি সমবেদনা জানাতেই এসেছেন তিনি। উমর খালিদের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন,  ‘এনআরসি-সিএএ নিয়ে দিল্লিতেও আন্দোলন হয়েছে। অনেক তরুণ ছাত্র নেতা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে রাস্তায় নেমেছে। দিল্লিতে অনেক নেতাকে গ্রেফতার করে জেলে ভরা হয়েছে। আনিসও এরকমই একজন উজ্জ্বল তরুণ নেতা। এনআরসি- সিএএ-র বিরুদ্ধে লড়েছিল।’ আনিসের মৃত্যুর ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন তিনি। অবিলম্বে সিবিআই তদন্ত হওয়া প্রয়োজন বলেও উল্লেখ করেছেন তিনি।

উমর খালিদের বাবা আরও উল্লেখ করেন, রাজ্য পুলিশের ওপর এ ক্ষেত্রে কোনও ভাবেই ভরসা করা যায় না। তাঁর বক্তব্য, পুলিশ যেখানে তদন্তের ক্ষেত্রে গাফিলতি করেছে, সেখানে রাজ্যকে ভরসা করা উচিৎ নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও একই দাবি জানিয়েছেন তিনি। তিনি বলেন, ‘রাজ্যকেই সিবিআই তদন্তের জন্য কেন্দ্রের কাছে আবেদন করতে হয়। তাই আমার আবেদন রাজ্য কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্তের আবেদন জানাক।’

আনিস কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই উঠেছিল একাধিক প্রশ্ন। ১৯ ফেব্রুয়ারি অভিযোগ জানানোর পর পুলিশ কি আদৌ আনিসের মোবাইল খোঁজার চেষ্টা করেছিল? সেই প্রশ্নও উঠেছে। ঘটনার পর তিনদিন কেটে গেলেও পুলিশ কোনও স্কেচ তৈরি করেনি। তবে সিটের তদন্ত শুরু হতেই সাসপেন্ড করা হয়েছে আমতা থানার তিন পুলিশ কর্মীকে। গাফিলতির অভিযোগে তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। এএসআই নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরাকে সাসপেন্ড করা হয়েছে। আনিস কাণ্ডে আমতা থানার পুলিশকে সোমবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারী পুলিশদের জিজ্ঞাসাবাদ করেছেন সিটের দুই শীর্ষ আধিকারিক। জেরা করার পর তিন জনকে চিহ্নিত করা হয়েছে। এ দিকে, রাজ্যের বিরোধী দল বিজেপিও এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন : AMTA Student Death: আনিসের বাড়িতে ওই রাতে গিয়েছিল পুলিশই! সাসপেন্ড আমতা থানার ৩ পুলিশ কর্মী

বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
বিরাট 'বার্তা' নিয়ে ব্রিগেডের পথে ৮২-র 'তরুণ' কান্তি!
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
কেন স্বাস্থ্য ও শিক্ষার উন্নতিসাধনে এগিয়ে এলেন, জানালেন রচনা
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
'বিভাজনের রুটি সেঁকার জন্য উনুন জ্বালিয়ে বসে আছে', মন্তব্য অধীরের
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
দেখা করেনি রাজ্যপাল, রাস্তায় বসে বিক্ষোভ জনতার
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
'দরকার হলে আমাদের জায়গা দিয়ে দেব, BSF ক্যাম্প চাই'
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'