বামেদের ক্যাম্প অফিসে ভাঙচুর, উত্তপ্ত বেলুড় বাজার

West Bengal Assembly Election 2021 Phase 4: প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংযুক্ত মোর্চার সমর্থকরা।

বামেদের ক্যাম্প অফিসে ভাঙচুর, উত্তপ্ত বেলুড় বাজার
নিজস্ব চিত্র।
Follow Us:
| Updated on: Apr 10, 2021 | 10:06 PM

হাওড়া: বেলুড় বাজার সংলগ্ন এলাকায় বামেদের ক্যাম্প অফিস ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার। অভিযোগ, প্রাক্তন কাউন্সিলর এখানে ছাপ্পা ভোট করাচ্ছিলেন। সিআরপিএফ বুথ থেকে বের করে দেয়। এরপরই রাগে বামেদের ক্যাম্প অফিসে ভাঙচুর করে। আক্রান্ত হন বাম কর্মীরা। তুলকালাম পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

আরও পড়ুন: ‘যদি গুলি মারতে হয় মারো’, সিআরপিএফের চোখে চোখ রেখে বললেন তৃণমূলের লাভলি

চতুর্থ দফার ভোট ঘিরে বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ উঠে এসেছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। কোথাও আবার এক রাজনৈতিক দল অন্য রাজনৈতিক দলের সদস্যকে মারধর করে বলে অভিযোগ উঠেছে। বালির বেলুড় বাজারে সংযুক্ত মোর্চার মুখ দীপ্সিতা ধরের সমর্থনে বাম কর্মীরা একটি ক্যাম্প করেছিলেন।

আরও পড়ুন: বাড়ি বাড়ি ঢুকে মারধরের অভিযোগ, পাঁচলায় কাঠগড়ায় সেই কেন্দ্রীয় বাহিনী

অভিযোগ, প্রাক্তন তৃণমূল কাউন্সিলর পল্টু বনিক ছাপ্পা ভোট এবং অশান্তি ছড়ানোর চেষ্টা করেন। কিন্তু আধা সামরিক বাহিনী তৃণমূলের লোকজনকে সেখান থেকে সরিয়ে দেয়। অভিযোগ, সেই রাগেই বামেদের ক্যাম্প অফিসে হামলা চালায়। চেয়ার টেবিল ভেঙে তা রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেওয়া হয়।

মারধর করা হয় বাম কর্মী সমর্থকদেরও। প্রতিবাদে রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন সংযুক্ত মোর্চার সমর্থকরা। পুলিশ এলাকায় পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে জানিয়েছে সংযুক্ত মোর্চা।

আরও পড়ুন: ইভিএমে ‘ফুলের’ উপর লিউকোপ্লাস্ট! হতভম্ব ভোটার

আরও পড়ুন: পুকুরে নেমেছিল নাবালক, হঠাৎই পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী, তারপর… কেঁদে ভাসাল দশ বছরের নাবালক