Man Beaten: টাকা না দেওয়ায় গালিগালাজ, পাল্টা প্রৌঢ়ের সঙ্গেও যা করলেন পাড়ার মেয়ে বউরা…রইল ভিডিয়ো
Howrah: শুক্রবার দুপুরে ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করলে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়।
তোলাবাজির অভিযোগে এক ব্যক্তিকে গণপ্রহারের ঘটনা ঘটল হাওড়ায়। ময়দান এলাকার একটি বাড়ি প্রোমোটারের হাতে দেওয়া হয়। অভিযোগ, এরপরই এক ব্যক্তি এসে ওই বাড়ির মালিকের কাছে টাকা চান। নিজেকে রাইট টু ইনফরমেশন অ্যাক্টের (RTI) কর্মী হিসাবে পরিচয় দিয়ে লক্ষাধিক টাকা দাবি করেন বলে অভিযোগ। দিনের পর দিন ওই ব্যক্তি টাকা চেয়ে চাপ দিতেন। এরপরই শুক্রবার এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে ওই ব্যক্তিকে ধরে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। ববিতা সাউ নামে এক মহিলা জানান, পিকে ব্যানার্জি রোডে তাঁদের একটি পুরনো বাড়ি ছিল। যা তাঁরা প্রোমোটারকে দেন। এরপরই বেশ কিছুদিন ধরে রমেশ জয়সওয়াল নামে এক ব্যক্তি মোটা টাকা তাঁদের কাছে দাবি করেন। রমেশ জয়সওয়াল এলাকার প্রোমোটারদেরও হুমকি দিতেন বলে অভিযোগ।
অভিযোগ, শুক্রবার দুপুরে ওই এলাকায় ঢুকে বাড়ির মালিকদের থেকে টাকা দাবি করলে মহিলাদের সঙ্গে বচসা শুরু হয়। এরপরই মহিলাদের গালিগালাজ করেন। এতেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকার লোকজন বেজায় চটে যান। অভিযুক্তকে ঘিরে ধরে শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হাওড়া থানার পুলিশ। রমেশকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। যদিও এই ঘটনায় অভিযুক্তের কোনও বক্তব্য পাওয়া যায়নি।