Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ticket Black Markets: কোথায় গেল এত টিকিট? রহস্যভেদে ব্যোমকেশকে ডাকতে চান মনোজ তিওয়ারি

Manoj Tiwary: সবার মুখে একটাই প্রশ্ন, এত টিকিট যাচ্ছে কোথায়? এসবের মধ্যেই এবার মুখ খুললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি। এত টিকিট কোথায় গেল? প্রশ্ন শুনেই মন্ত্রীর সটান জবাব, “সেটা খুঁজে বের করতে এবার ব্যোমকেশ বক্সীকে ডাকতে হবে।”

Ticket Black Markets: কোথায় গেল এত টিকিট? রহস্যভেদে ব্যোমকেশকে ডাকতে চান মনোজ তিওয়ারি
টিকিটের কালোবাজারির অভিযোগ প্রসঙ্গে মুখ খুললেন মনোজ তিওয়ারিImage Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Nov 03, 2023 | 6:16 PM

কলকাতা: চারিদিকে টিকিটের কালোবাজারির (Ticket Black Market) অভিযোগ উঠছে। সোশ্যাল মিডিয়ায় খুলে আম দেদার টাকাবাজারি চলছে বলে অভিযোগ। যে যেমন পারছে দর হাঁকছে। ৯০০ টাকার টিকিট কোথাও বলছে ৮ হাজার টাকা, কোথাও আবার আরও বেশি। আর এসবের মধ্যেই সাধারণ ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য হাপিত্যেশ করছেন। ক্ষোভ বাড়ছে আমজনতার মনে। সবার মুখে একটাই প্রশ্ন, এত টিকিট যাচ্ছে কোথায়? এসবের মধ্যেই এবার মুখ খুললেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেটার মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। এত টিকিট কোথায় গেল? প্রশ্ন শুনেই মন্ত্রীর সটান জবাব, “সেটা খুঁজে বের করতে এবার ব্যোমকেশ বক্সীকে ডাকতে হবে।”

রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির বক্তব্য, “সিএবি একটি স্বশাসিত প্রতিষ্ঠান। এর সঙ্গে রাজ্য সরকারের কোনও লেনদেন নেই।” তবে টিকিটের কালোবাজারি রুখতে পুলিশ যাতে কড়া পদক্ষেপ করে, সেই বার্তাও দেন মন্ত্রী মনোজ তিওয়ারি। পুলিশের উদ্দেশে বললেন, টিকিটের কালোবাজারি করতে গিয়ে যেই ধরা পড়বে, তাকে যেন সোজা জেলে ঢোকানো হয়।

এদিকে টিকিট বিক্রি ঘিরে কালোবাজারির অভিযোগ নিয়ে গতকালই মুখ খুলেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর অবশ্য বক্তব্য, বাইরে টিকিটের কালোবাজারি দেখার দায়িত্ব পুলিশের এবং পুলিশের উচিত বিষয়টি কড়াভাবে দেখা। তবে এই ধরনের ঘটনা যে শুধু ক্রিকেট বিশ্বকাপেই নয়, অতীতে বিভিন্ন সময়ে দেখা গিয়েছে, সেই কথাও বলেন তিনি। প্রসঙ্গক্রমে ফুটবল বিশ্বকাপের ফাইনালের কথাও বলেন তিনি। এছাড়া চারিদিকে যে অভিযোগ উঠছে অনেকেই টিকিট পাচ্ছেন না, সেই বিষয়েও সৌরভের বক্তব্য, “আসন তো ৬৭ হাজারের। সেক্ষেত্রে সবাই কীভাবে টিকিট পাবে!”