AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah Minister: পিছন থেকে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রাক, দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী

জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন মন্ত্রী। দুর্গাপুর থেকে কলকাতা আসার পথের ডোমজুরের সলপ মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মন্ত্রীর দাবি, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর লালবাড়ির কাছে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক।

Howrah Minister: পিছন থেকে এসে গাড়িতে সজোরে ধাক্কা মারল ট্রাক, দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রী
দুর্ঘটনার কবলে রাজ্যের মন্ত্রীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 31, 2025 | 8:22 PM
Share

হাওড়া: একে রবিবার, তার উপর রাস্তা প্রায় খালি। হাইওয়ে দিয়ে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। নিয়ন্ত্রণ ছিল না গতিতে। আর সজোরে ধাক্কা রাজ্যের মন্ত্রীর গাড়িতে। দুর্ঘটনায় সামান্য় আঘাত পান মন্ত্রীও। আটক হয়েছেন অভিযুক্ত ট্রাক চালক। ঘটনাটি ঘটেছে হাওড়ায়। সেখানেই দুর্ঘটনার কবলে পড়ল রাজ্যের পঞ্চায়েত প্রতিমন্ত্রী প্রদীপ মজুমদারের গাড়ি।

জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় গাড়িতেই ছিলেন মন্ত্রী। দুর্গাপুর থেকে কলকাতা আসার পথের ডোমজুরের সলপ মোড়ের কাছে ঘটনাটি ঘটেছে। মন্ত্রীর দাবি, ১৬ নম্বর জাতীয় সড়কের উপর লালবাড়ির কাছে দ্রুত গতিতে আসছিল একটি ট্রাক। দ্রুত গতিতে আসা ওই ট্রাকটি প্রথমে এক বাইকে ধাক্কা মারে। তারপর নিয়ন্ত্রণ হারিয়ে মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। জানা যাচ্ছে, রাজ্যের প্রতিমন্ত্রীর গাড়ির পিছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। সামান্য আঘাত পান মন্ত্রীও। আটক করা হয়েছে ট্রাক ও চালককে।

উল্লেখ্য, চলতি বছরে মালদহের মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িতে হামলার অভিযোগ ওঠে। জানা যায়, ধরমপুরের কাছে উল্টো দিক থেকে আসা একটি গাড়ি বিধায়কের গাড়িতে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে কোনওক্রমে বিধায়কের গাড়ির চালক রক্ষা করেন নিজেদের। সেই ঘটনায় সাবিত্রী হামলার অভিযোগ তুলেছিলেন। ঘটনায় গ্রেফতার হন। আর এবার রাজ্যের আরও এক মন্ত্রীর গাড়ি দুর্ঘটনার কবে।