AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh: বাংলাদেশ থেকে ভারতে আওয়ামী লিগ কর্মী, হাড়হিম করা কথা মুখে…

Bangladesh: সোমবার শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়ছেন, তখন উত্তাল পদ্মাপারের দেশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সংসদভবন, তছনছ চলেছে। এমনও দেখা গিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে ছেনি হাতুড়ি চলছে। পোড়ানো হয়েছে বাংলাদেশের 'জাতির পিতা'র ছবিও।

Bangladesh: বাংলাদেশ থেকে ভারতে আওয়ামী লিগ কর্মী, হাড়হিম করা কথা মুখে...
আওয়ামী লিগের সমর্থক মহম্মদ রুবেল ইসলামImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 06, 2024 | 6:31 PM
Share

শিলিগুড়ি: অগ্নিগর্ভ বাংলাদেশ ছাড়তে চাইতে চাইছেন অনেকেই। তবে পাসপোর্ট ভিসা না থাকায় দেশ ছাড়া ততটাও সহজ হচ্ছে না। এমনই দাবি করলেন আওয়ামী লিগের এক কর্মীসমর্থক মহম্মদ রুবেল ইসলাম। পেশায় ব্যবসায়ী রুবেল ফুলবাড়ি সীমান্ত দিয়ে এই মুহূর্তে ভারতে এসেছেন। জানান, মঙ্গলবার তখনও ভোরের আলো ফোটেনি। সেই সময়ই বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছেন। সকাল সকালই ঢুকে গিয়েছেন ফুলবাড়ি সীমান্তে।

ব্যবসার কারণে এদেশ ওদেশ করতে হয় রুবেলকে। তিনি জানান, তাঁর ভিসাও রয়েছে ভারতে আসার। রুবেলের দাবি, ছাত্র আন্দোলনকে সামনে রেখে জামাত দেশের দখল নিচ্ছে। মানুষ শান্তি চায়। কিন্তু অকারণে দেশকে অশান্ত করে তোলা হচ্ছে।

রুবেল বলেন, “হাড় হিম হয়ে যাবে এমন সব হচ্ছে। অবস্থা খুবই খারাপ। আপাতত নিরাপত্তার জন্যই ভারতে এসেছি। আওয়ামী লিগের নেতা যারা, তাদের ঘরবাড়ি লুঠপাট চলছে। মেরে ফেলছে, গুম করে দিচ্ছে। যাকে যেভাবে পারছে বিএনপি আর জামাত শিবির অত্যাচার করছে। আন্দোলন শুরু হয়েছিল ছাত্রদের। কিন্তু এখন ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখেছে জামাত শিবির। ছাত্ররাও সেটা বুঝতে পারছে আসতে আসতে।”

সোমবার শেখ হাসিনা যখন বাংলাদেশ ছাড়ছেন, তখন উত্তাল পদ্মাপারের দেশ। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন থেকে সংসদভবন, তছনছ চলেছে। এমনও দেখা গিয়েছে, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তিতে ছেনি হাতুড়ি চলছে। পোড়ানো হয়েছে বাংলাদেশের ‘জাতির পিতা’র ছবিও।

আওয়ামী লিগের সমর্থক মহম্মদ রুবেল ইসলামের প্রশ্ন, কখনও শিক্ষিত ছাত্র সমাজ এমনটা করতে পারে? তাঁর কথায়, “অপশক্তি বঙ্গবন্ধুর মূর্তি ভেঙেছে। একটা শিক্ষিত ছাত্র কখনও গিয়ে কারও বাড়িতে আগুন লাগিয়ে দেয় নাকি, লুঠপাট করে নাকি? জামাতরা দেশটাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে চাইছে, আফগানিস্তান বানাতে চাইছে।”