Road Accident: বাইকআরোহীর পেট ফুঁড়ে ঢুকে গেল বাঁশ, মর্মান্তিক পথ দুর্ঘটনা গজল ডোবায়
Gajal Doba: আহত যুবকদের অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এর পর তাঁরা বাঁশ কেটে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি নার্সিং হোমে নিয়ে যান।
গজল ডোবা: মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল জলপাইগুড়ির গজলডোবায়। সেখানকার ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান এক বাইকআরোহী। নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাইকটি ডিভাইডারে ধাক্কা মারে। সেই ডিভাইডারে ছিল বাঁশ। সেই বাঁশ যুবকের পেট এফোঁড় ওফোঁড় করে ঢুকে যায়। দুর্ঘগ্রস্ত বাইকের অপর আরোহীও গুরুতর আহত হয়েছেন। তাঁর মুখ থেঁতলে গিয়েছে। সেই অবস্থাতেই গজল ডোবা ক্যানেল রোডে পড়েছিলেন তিনি।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ফুলবাড়ি ক্যানেল পাড় এলাকা দিয়ে বাইট নিয়ে যাচ্ছিলেন বিশাল সাহা ও মিনারুল ইসলাম। দুই যুবক রবিবার দুপুরে বাইকে চেপে গজল ডোবায় বেড়াতে যাচ্ছিলেন। সে সময় ওই রোডে ফোকোটিয়া মোড় সংলগ্ন এলাকায় তাঁদের বাইকটি নিয়ন্ত্রন হারায়। নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রেলিংয়ে। ধাক্কা মেরেই ছিটকে যায় বাইকটি। বাইক থেকে ছিঁটকে পড়েন দুই বাইকআহোরী। যেখানে বাইক নিয়ন্ত্রণ হারায়, সেখানেই পড়েছিল বাঁশ। সেই বাঁশের সামনের অংশ ঢুকে যায় বিশাল সাহার পেটে। আর মিনারুল ইসলাম রাস্তায় পড়ে যায়। তাঁর মুখ থেঁতলে গিয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশ।
আহত যুবকদের অবস্থা দেখে স্থানীয় বাসিন্দারা ভয় পেয়ে যান। এর পর তাঁরা বাঁশ কেটে উদ্ধার করে ফুলবাড়ি এলাকার একটি নার্সিং হোমে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের নিয়ে যাওয়া হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। স্থানীয় বাসিন্দা মহম্মদ মায়াজ বলেছেন, “দুই বন্ধু মিলে বাইক চালিয়ে গজল ডোবা যাচ্ছিল। এমন সময় তাদের বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে রেলিং এর মধ্যে। সেখানে একটি বাঁশ পড়েছিল। সেটি বিশাল সাহার পেট ফুটো করে ঢুকে যায়। এমন মর্মান্তিক পথ দুর্ঘটনা আগে আমরা দেখিনি। এদের নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়েছে।“