BJP: ‘এবার কোন TMC আক্রমণ করে দেখব’, দল বদলের সময়ই ফরফর করে বললেন BJP নেত্রী
BJP: সোমবার বিজেপি-র মিছিল শেষ করেই তৃণমূলের জেলা কার্যালয় এসে ঘাসফুলে যোগদান করলেন বিজেপির নাটাবাড়ী বিধানসভার ৫নং মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী।

কোচবিহার: এক পার্টি থেকে অন্য পার্টিতে যাওয়া দলবদলুদের মুখে প্রায়শই শোনা যায়, দলে থেকে কাজ করতে পারছিলেন না, সেই কারণে এই দল পরিবর্তন। কিন্তু এবার দলবদলু বিজেপি নেত্রীর মুখে শোনা অন্য কথা। পরিষ্কার বলেই দিলেন, তৃণমূলের অত্যাচার থেকে মুক্তি পেতে দলবদল করেছেন। যে সময় বিজেপি নেত্রী জবা এ কথা বলছেন, সেই সময় তাঁর পাশে বসে থাকা তৃণমূলের মহিলা কর্মীরা কার্যত তাজ্জ্ব বনে যান।
সোমবার বিজেপি-র মিছিল শেষ করেই তৃণমূলের জেলা কার্যালয় এসে ঘাসফুলে যোগদান করলেন বিজেপির নাটাবাড়ী বিধানসভার ৫নং মহিলা মোর্চার মণ্ডল সভানেত্রী। জেলা তৃণমূল সভাপতির পাশে বসেই তিনি বলেন, “এবার কোন তৃণমূল আক্রমণ করে দেখব।”
বস্তুত, সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন জবাদেবী। মুর্শিদাবাদের হামলা নিয়ে বিক্ষোভ মিছিলে যোগ দিয়েছিলেন তিনি। মিছিল শেষ করে সরাসরি তৃণমূল কার্যালয়ে গিয়ে হাজির হন। এরপর সাংবাদিক বৈঠকে তার হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন জেলার তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভৌমিক। এই পর্যন্ত সব ঠিকই ছিল।
এর পরেই সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সদ্য বিজেপি ছাড়া এই নেত্রী জানান, “বিজেপি করায় আমায় একাধিকবার তৃণমূলের লোকেরা আক্রমণ করেছেন। আমার মেয়েদের উপর অত্যাচার করা হয়েছে। তাই আমি বিজেপি ছেড়ে তৃণমূলের যোগ দিলাম। এবার আমি দেখব এবার কোন তৃণমূল এসে তার ওপর হামলা চালায়।” যদিও পরিস্থিতি সামাল দিতে গিয়ে সভাপতি অভিজিৎবাবু বলেন, “উনি যেগুলো বলেছেন সব আগের কথা।” এরপর তাঁর বক্তব্য, “উনি আজকের মিছিলে এলেও এটা উনি মনোস্থির করেছিলেন যে শেষ মিছিল। ওঁকে আমরা স্বাগত জানাচ্ছি।”





