AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh Border: বেরুবারি সীমান্তও এবার ঢাকবে কাঁটাতারে, মিটে যাচ্ছে জট

Bangladesh Border: প্রশাসন সূত্রে খবর, নতুন বস্তি এলাকায় ৫ কিলোমিটার সীমান্ত এলাকা উন্মুক্ত রয়েছে। সেই সঙ্গে দৈখাতা বিওপি থেকে ডাঙাপাড়া বিওপি পর্যন্ত বর্ডার পিলার টু পিলার প্রায় ২২কিমি উন্মুক্ত সীমান্ত রয়েছে।

Bangladesh Border: বেরুবারি সীমান্তও এবার ঢাকবে কাঁটাতারে, মিটে যাচ্ছে জট
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 14, 2025 | 1:21 PM
Share

জলপাইগুড়ি: জমি জট কাটতে চলেছে। দ্রুত অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া হবে জলপাইগুড়ি বেরুবারি সীমান্তে। বাংলাদেশে যখন হিংসার আবহ, তার মধ্যে সীমান্ত এলাকা দিয়ে প্রায়শই অনুপ্রবেশের চেষ্টা চলে। তাই সীমান্তে জারি করা হয়েছে লাল সতর্কতা। সীমান্তগুলিকে আরও সুরক্ষিত করতে কাঁটাতারের বেড়া লাগানোর পাশাপাশি দ্রুত বাড়ানো হবে BSF ক্যাম্পের সংখ্যা।

কীভাবে সমস্যা মিটিয়ে জমি অধিগ্রহণ করা যায়, তা দেখতে জলপাই বেরুবারি গ্রামপঞ্চায়েতের সীমান্ত গ্রামের বাসিন্দাদের সঙ্গে বৈঠক করলেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও এবং বিএসএফ আধিকারিকরা।

জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ বেরুবারি গ্রামপঞ্চায়েতের বিভিন্ন গ্রামে জমি-জটের কারণে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। অপরদিকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে উন্মুক্ত সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আগ্রহী সীমান্তরক্ষী বাহিনী। তাই কত দ্রুত উন্মুক্ত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায় তা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে সোমবার বিকেলে বৈঠক হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার,দক্ষিণ বেরুয়ারি গ্রাম পঞ্চায়েত প্রধান সুমিত্রা অধিকারী সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।

প্রশাসন সূত্রে খবর, নতুন বস্তি এলাকায় ৫ কিলোমিটার সীমান্ত এলাকা উন্মুক্ত রয়েছে। সেই সঙ্গে দৈখাতা বিওপি থেকে ডাঙাপাড়া বিওপি পর্যন্ত বর্ডার পিলার টু পিলার প্রায় ২২কিমি উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর মধ্যে মহাদেব বিওপি ও বেরুবাড়ী বিওপির মাঝে নতুন বিওপি করতে চায় সীমান্তরক্ষী বাহিনী। সেই কারণে গ্রামবাসীদের কাছে জমি চেয়ে বৈঠক হয়। বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও মিহির কর্মকার।