AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: উড়ছে মাছি, মাটিতে মিশছে দেহাংশ, বানারহাটে মহিলার পচাগলা দেহ উদ্ধার হতেই শোরগোল

Jalpaiguri: দেখা যায় শরীরের অনেক জায়গাতে মাংসের কোনও চিহ্নই নেই। রীতিমতো হাড় বেরিয়ে গিয়েছে। মাটিতেও মিশে গিয়েছে দেহাংশ। উড়ছে মাছি। দেহের দখল নিয়েছে পোকার দল। কাছে গেলেই দুর্গন্ধের ঝাঁঝটা আরও বাড়ছে। এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন এলাকার লোকজন।

Jalpaiguri: উড়ছে মাছি, মাটিতে মিশছে দেহাংশ, বানারহাটে মহিলার পচাগলা দেহ উদ্ধার হতেই  শোরগোল
জোর শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 02, 2024 | 9:56 PM

বানারহাট: চা বাগান থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। শোরগোল পড়ে গিয়েছে বানারহাট ব্লকের নাথুয়া এলাকায়। কিন্তু, মৃত মহিলার পরিচয় এখনও জানা যায়নি। তা নিয়ে শুরু হয়েছে শোরগোল। এলাকার বাসিন্দাদের সন্দেহ, বেশ কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে মহিলার। কেউ বা কারা তাঁর দেহ এখানে ফেলে রেখে গিয়েছে। তাঁরা জানাচ্ছেন, একদিন আগে থেকেই পচা গন্ধে ঢেকে যেতে থাকে এলাকা। এদিনও গন্ধের তীব্রতা আরও বাড়ে। খোঁজ শুরু হতেই নাথুয়াহাট জলঢাকা আলতাডাঙ্গা চা বাগানের ৫ নম্বর সেকশন থেকে মহিলার পচাগলা দেহটি উদ্ধার হয়। 

দেখা যায় শরীরের অনেক জায়গাতে মাংসের কোনও চিহ্নই নেই। রীতিমতো হাড় বেরিয়ে গিয়েছে। মাটিতেও মিশে গিয়েছে দেহাংশ। উড়ছে মাছি। দেহের দখল নিয়েছে পোকার দল। কাছে গেলেই দুর্গন্ধের ঝাঁঝটা আরও বাড়ছে। এই দৃশ্য দেখে আঁতকে ওঠেন এলাকার লোকজন। তাঁরাই খবর দেন পুলিশ। 

প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, বেশ কয়েকদিন আগে মহিলার মৃত্যু হয়েছে। তবে স্বাভাবিক মৃত্যু নাকি খুন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ময়নাতদন্তের পরেই এর উত্তর পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা। যদিও মহিলার দেহ হাত পা বাধা অবস্থায় উদ্ধার হওয়াতে খুনের সম্ভাবনাই জোরালো হচ্ছে। এলাকার বাসিন্দারা মনে করছেন, বলপূর্বক খুন করা হয়েছে মহিলাকে। তবে খুনের আগে শারীরিক নির্যাতন চলেছে কিনা, ধর্ষণ করা হয়েছে কিনা তা নিয়েও চাপানউতোর চলছে এলাকায়। পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে।