Dhupguri Counting: উপনির্বাচন কি বদলে দেবে ধূপগুড়ির ভাগ্য? গণনা শুক্রে
Jalpaiguri: একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয় বিজেপি। তবে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয় গত ৫ সেপ্টেম্বর। মোট ২৬০টি বুথে ভোটগ্রহণ হয়।

ধূপগুড়ি: শুক্রবার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা। কড়া নিরাপত্তার বলয়ে এই গণনার আয়োজন করেছে নির্বাচন কমিশন। জলপাইগুড়িতে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে গণনা হবে। সকাল ৮টা থেকে শুরু হবে কাউন্টিং। গণনাকেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি থাকবে ১৪৪ ধারা। ত্রিস্তরীয় নিরাপত্তার বলয়ে ঘেরা গণনাকেন্দ্র।
একুশের বিধানসভা ভোটে এই কেন্দ্রে জয়ী হয় বিজেপি। তবে বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়ের আকস্মিক মৃত্যুতে এই কেন্দ্রে উপনির্বাচন হয় গত ৫ সেপ্টেম্বর। মোট ২৬০টি বুথে ভোটগ্রহণ হয়। ৭৮.১৯ শতাংশ ভোট পড়ে। ২০১৬ সাল ও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যে ভোট পড়েছিল, সেই তুলনায় এবারের ভোটের হার অনেকটাই কম। সূত্রের খবর, ২০১৬ সালে ৮৮ শতাংশ ভোট পড়েছিল, ২০২১ সালে ভোট পড়েছিল ৮৭ শতাংশ।
শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হবে গণনা। প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে। তারপর ইভিএমের গণনা শুরু হবে। গোনা হবে ইলেকট্রনিকালি ট্রান্সমিটেড পোস্টাল ব্যালট সিস্টেমও (ইটিপিবএস)। দু’টি রুমে ১৪টি করে টেবিলে প্রায় ১০০ জন গণনাকর্মী এই কাজ করবেন। গণনাকেন্দ্রে দমকলের পাশাপাশি একজন মেডিক্যাল অফিসার ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও থাকবে। এছাড়াও গণনাকর্মী, সংবাদমাধ্যমের কর্মী, পোলিং এজেন্টদের যাতায়াতের জন্য আলাদা ব্যবস্থা করা হবে।
বিজেপি এই আসন ধরে রাখতে একদিকে যেমন মরিয়া। তৃণমূলও চাইছে পুরনো জমি উদ্ধার করতে। উপনির্বাচন হলেও কোনও দলই প্রচারে খামতি রাখেনি। কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থীও ময়দানে পড়ে থেকেছেন। লড়াই এবার ত্রিমুখী এবং হাড্ডাহাড্ডিও বটে।
