Liquor Seized: পুজোর আগে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার দেশি-বিদেশি বেআইনি মদ

Excise Department Raid: যেখানে যেখানে বেআইনি মদের দোকান গজিয়ে উঠেছে, সেগুলিতে হানা দিয়ে প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত করা হয়েছে। দেশি-বিদেশি সব ধরনের মদই বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মদের দাম আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা।

Liquor Seized: পুজোর আগে বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার দেশি-বিদেশি বেআইনি মদ
মদের বেআইনি কারবার বন্ধ করতে কড়া প্রশাসনImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 12:01 AM

বানারহাট: দুর্গাপুজোর আগে বেআইনি মদের কারবার বন্ধ করতে তৎপর আবগারি দফতর। উৎসবের মরশুমে যেমন মদের বিক্রি বাড়ে, তেমনই বাড়ে বেআইনি মদের ব্যবসা। আবগারি দফতর সবসময়ই এসবের উপর কড়া নজর রাখে। আর পুজোর মরশুমে নজরদারি আরও বাড়ানো হয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ির বানারহাট ব্লকের বিভিন্ন এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। যেখানে যেখানে বেআইনি মদের দোকান গজিয়ে উঠেছে, সেগুলিতে হানা দিয়ে প্রচুর পরিমাণে মদ বাজেয়াপ্ত করা হয়েছে। দেশি-বিদেশি সব ধরনের মদই বাজেয়াপ্ত হয়েছে। পুলিশ সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মদের দাম আনুমানিক প্রায় লক্ষাধিক টাকা।

চা বাগান অধ্যুষিত বানারহাট এলাকায় উৎসবের মরশুমে প্রতি বছরই মদের কেনাবেচা বেড়ে যায়। আর বানারহাট থেকে ভুটান সীমান্তও বেশি দূরে নয়। সেক্ষেত্রে ভুটান থেকে মদ এনে যাতে এ রাজ্যে কোনও অসাধু ব্যবসায়ী মদ বিক্রি না করে, তা নিশ্চিত করতে সজাগ দৃষ্টি রাখে আবগারি দফতর। বিশেষ করে বেআইনি মদের কোনও চোরা কারবার চলছে কি না, বা কোনও ভেজাল মদ বিক্রি হচ্ছে কি না… সেই সব দিকে কড়া নজরদারি চালায় প্রশাসন। সামনেই দুর্গাপুজো। এমন সময়ে ডুয়ার্সের চা বাগানে আরও বাড়বে মদের বিক্রি। এই সুযোগ নিয়ে যাতে কেউ বেআইনি মদের কারবার ডুয়ার্সে ছড়াতে না পারে, তা নিশ্চিত করেই এই অভিযান বলে জানাচ্ছেন পুলিশকর্মীরা।

এদিকে আবার ধূপগুড়ির মেটেলি ব্লকে আজ একটি নতুন মদের দোকান খোলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। মেটেলির ধূপঝোড়া মোড়ে একটি নতুন গজিয়ে ওঠা মদের দোকান বন্ধ করার দাবিতে বিক্ষোভ দেখান এলাকার মহিলারা। সেই নিয়ে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় এলাকায়। পরিস্থিতি সামাল দিতে আসরে নামতে হয় মেটেলি থানার পুলিশকে। বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলে, তাঁদের আশ্বস্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পুলিশকর্মীরা।