Snake Recover: ১১ ফুটের কিং কোবরা, পিলে চমকে ওঠার জোগাড় এলাকাবাসীর
Jalpaiguri: জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের কঠি লাইনের শ্রমিক মহল্লা। সেখানে কিং কোবরা সাপটি ঢুকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক মহল্লার বাসিন্দারা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ও বন বিভাগের কর্মীদের।

জলপাইগুড়ি: কয়েকদিন আগের ঘটনা। জলপাইগুড়ির ডুয়ার্সের মেটিলি ব্লকের শ্রমিক মহল্লায় ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা উদ্ধার হয়েছিল। সেই ঘটনার বেশ কয়েক দিন পর শ্রমিক মহল্লা থেকে উদ্ধার প্রায় ১১ ফুট লম্বা কিং কোবরা।
জানা গিয়েছে, সোমবার গভীর রাতে নাগরাকাটা ব্লকের কুর্তি চা বাগানের কঠি লাইনের শ্রমিক মহল্লা। সেখানে কিং কোবরা সাপটি ঢুকে পড়ে। আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক মহল্লার বাসিন্দারা। খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী সংগঠন ও বন বিভাগের কর্মীদের।
দীর্ঘ প্রচেষ্টার পর কিং কোবরা সপটিকে উদ্ধার করে খুনিয়া রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে বনদপ্তর সূত্রে খবর। কিং কোবরা উদ্ধারের পর আতঙ্কমুক্ত হয় এলাকা। প্রসঙ্গত উল্লেখ্য, আগের দিন ১২ ফুটের লম্বা সাপটিকে উদ্ধার করে সর্পপ্রেমী দিবস রায়। প্রায় এক ঘণ্টার ব্যবধানে সেই সাপটিকে উদ্ধার করেন। পরবর্তীতে খুনিয়া রেঞ্জের বন কর্মীদের সহযোগিতায় সেই ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা সাপটিকে জঙ্গলের নিরাপদ আশ্রয় ছেড়ে দেওয়া হয়। আর এবার ১১ ফুটের কিং কোবরা উদ্ধার হয়েছে।





