Jalpaiguri Road Accident: বাসের সঙ্গে টোটোর সজোরে ধাক্কা, মৃত্যু চালকের
Jalpaiguri Road Accident: স্থানীয় সূত্রে খবর,সংশ্লিষ্ট বাসটি বোলপুর থেকে কিন্নাহার যাচ্ছিল। অপরদিকে, একটি টোটো বোলপুর আসছিল। সেই সময় হঠাৎ বাসের সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে টোটো চালকের মৃত্যু হয়। আহত হন টোটোতে থাকা যাত্রীরা। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁদেরকে নিয়ে যাওয়া হয়।

টোটো বাসের দুর্ঘটনাImage Credit source: Tv9 Bangla
বোলপুর: বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। মৃত্যু টোটো চালকের। বীরভূমের বোলপুর থানার অন্তর্গত বোলপুর থানার অন্তর্গত বোলপুর মহকুমা হাসপাতালের ঘটনা। মৃতের নাম রাম মনোজ (৫০)।
স্থানীয় সূত্রে খবর,সংশ্লিষ্ট বাসটি বোলপুর থেকে কিন্নাহার যাচ্ছিল। অপরদিকে, একটি টোটো বোলপুর আসছিল। সেই সময় হঠাৎ বাসের সঙ্গে টোটোর মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলে টোটো চালকের মৃত্যু হয়। আহত হন টোটোতে থাকা যাত্রীরা। বোলপুর মহকুমা হাসপাতালে তাঁদেরকে নিয়ে যাওয়া হয়।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বোলপুর থানার পুলিশের কাছে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছন তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সর্বনাশ! বাড়ির মূল দরজায় এসব রেখেছেন? বিপদ ডাকছেন অজান্তেই

মানি প্ল্যান্ট তাজা রাখতে জলের সঙ্গে মেশান এই জিনিস, তা হলেই...

জীবনে তাড়াতাড়ি সাফল্য চান? প্রেমানন্দ মহারাজের মতে এ কাজ করলেই...

জীবনের কোন কথা সব সময় লুকিয়ে রাখতে হয়? নিম করোলি বাবা বলেছেন...

বাড়িতে বাচ্চা থাকলে AC-র তাপমাত্রা কত রাখা উচিত? বিশেষজ্ঞ বলছেন...

আখের রস নাকি ডাবের জল, চাঁদিফাটা গরমে শরীরের জন্য কোনটা বেশি ভালো?