AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jalpaiguri: জল্পেশ মন্দিরে যাওয়ার পথে সবেমাত্র চেন টেনেছিলেন পুণ্যার্থীরা… হাতেনাতে পেলেন শিক্ষা

Jalpaiguri: সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার বিকালে ফের তিস্তা- তোর্সা ট্রেনের চেন টেনে থামিয়ে দেন বেশ কয়েকজন পুন্যার্থী। ট্রেন থেকে নেমে যান। সতর্ক ছিল রেল পুলিশও। সঙ্গে সঙ্গেই পাকড়াও।

Jalpaiguri: জল্পেশ মন্দিরে যাওয়ার পথে সবেমাত্র চেন টেনেছিলেন পুণ্যার্থীরা... হাতেনাতে পেলেন শিক্ষা
চেন টেনে ট্রেন থামিয়েছিলেনImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 04, 2025 | 12:36 PM
Share

জলপাইগুড়ি:  চেন টেনে ট্রেন থামানোর অভিযোগ। রেল পুলিশের হাতে গ্রেফতার পুণ্যার্থীরা। জল্পেশ মন্দির যাওয়ার যাত্রাপথ কমাতে গত ২৭ জুলাই তিস্তা ব্রিজের ওপর চেন পুলিং করে ট্রেন দাঁড় করিয়ে দিয়েছিল জল্পেশ মন্দির যাওয়ার পুণ্যার্থীরা। আর এর জেরে খুলে গিয়েছিল ট্রেনের ভালব। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট রেল ব্রিজের ওপর হামাগুড়ি দিয়ে সেই ভালব জোড়া দেন।

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার বিকালে ফের তিস্তা- তোর্সা ট্রেনের চেন টেনে থামিয়ে দেন বেশ কয়েকজন পুণ্যার্থী। ট্রেন থেকে নেমে যান। সতর্ক ছিল রেল পুলিশও। সঙ্গে সঙ্গেই পাকড়াও। জানা গিয়েছে, তাঁরা আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বাসিন্দা। আটক করে জলপাইগুড়ি রোড স্টেশন থানায় নিয়ে যায় RPF কর্মীরা।

RPF ইন্সপেক্টর বিপ্লব দত্ত জানিয়েছেন, ৮ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর ৫ জনকে ছেড়ে দেওয়া হয়। ৩ জনকে গ্রেফতার করা হয়। পরে তাঁরা পি আর বন্ডে জামিন নেয়। এদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। তিনি আরও বলেন, “ময়নাগুড়ি স্টেশন, দোমহনি স্টেশন এবং জলপাইগুড়ি রোড স্টেশন এই তিনটি স্টেশনে স্টপেজের সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে।” তা নিয়ে লাগাতর সচেতনতা প্রচার করা হচ্ছে। এরপরও তিস্তা রেল সেতুর উপরে ট্রেন দাঁড় করানো হচ্ছে যা অনভিপ্রেত।এভাবে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেন থেকে নামা কখনও কাম্য নয়।