Maynaguri Municipal Election: স্বামীও আছেন, স্ত্রীও আছেন, প্রার্থী তালিকায় নাম দেখে ‘ঘেঁটে ঘ’ তৃণমূল

Jalpaiguri: জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি পৌরসভা, মালবাজার ও ময়নাগুড়িতে পুর ভোট হবে। এর মধ্যে এইবারই প্রথম ভোট হতে চলেছে ময়নাগুড়িতে।

Maynaguri Municipal Election: স্বামীও আছেন, স্ত্রীও আছেন, প্রার্থী তালিকায় নাম দেখে 'ঘেঁটে ঘ' তৃণমূল
ময়নাগুড়িতে স্থগিত প্রার্থী তালিকা (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Feb 04, 2022 | 8:32 PM

জলপাইগুড়ি: জেলাগুলিতে বেজে গিয়েছে পৌর ভোটের দামামা। শুক্রবার বিকেলে প্রকাশ হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা। আর এরই মধ্যে অধিকাংশ জেলায় শুরু হয়েছে বিক্ষোভ। কোথাও প্রার্থী পছন্দ না কর্মীদের। কোথাও আবার অভিযোগ যে প্রার্থীকে বসানো হয়েছে সেই প্রার্থী দুর্নীতিতে যুক্ত। কারোর-কারোর আবার সাফ অভিযোগ যে সকল কর্মীরা কাজ করেন তাদেরই টিকিট দেওয়া হয়নি। এই অবস্থায় জলপাইগুড়ি থেকে উঠে আবার অন্য ছবি। সেখানে ময়নাগুড়ি পৌরসভায় প্রার্থী তালিকা প্রথমেই হোঁচট খেল তৃণমূল।

জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়ি পৌরসভা, মালবাজার ও ময়নাগুড়িতে পুর ভোট হবে। এর মধ্যে এইবারই প্রথম ভোট হতে চলেছে ময়নাগুড়িতে। আর প্রথমবার ভোটেই প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে রীতি মতো ‘ঘেঁটে ঘ’ হল শাসকদল। সেই কারণে তৃণমূল রাজ্য কমিটি থেকে ঘোষিত ময়নাগুড়ি পৌরসভার প্রার্থী তালিকা আপাতত স্থগিত ঘোষণ করলো তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি মহুয়া গোপ। জানা গিয়েছে, একই পরিবারের দু’জনের নাম রয়েছে এই তালিকায়।

সূত্রের খবর, তালিকায় দেখা যায় ময়নাগুড়ির ৪ নং ওয়ার্ড থেকে নাম রয়েছে অপু রাওয়াতের। আবার ১০ নম্বর ওয়ার্ডে নাম রয়েছে তাঁরই স্ত্রী ঝুমা রাওয়াতের। আর এরপরই তৈরি হয় উত্তেজনা। এবার নতুন নির্বাচনী নিয়ম অনুযায়ী একই পরিবারের একাধিক সদস্য প্রার্থী হতে পারবেন না। সেই কারণে রাজ্য কমিটির কাছে এই তালিকা ফের বিবেচনার জন্য পাঠালেন জেলা সভাপতি। ফলত, জলপাইগুড়ি জেলার ৩ পৌর সভার প্রার্থী তালিকা আপাতত স্থগিত জানালেন মহুয়া। আগামীকাল শীর্ষ নেত্রীত্বের সিল মোহর দেওয়া তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন সভাপতি।

জেলা সভাপতি মহুয়া গোপ বলেন, “প্রার্থী তালিকায় অপু রাউত ও ঝুমা রাউত দু’টি নাম রয়েছে। সম্ভবত এনারা স্বামী-স্ত্রী। তাই আপাতত প্রার্থী তালিকা স্থগিত রাখা হল। কিছু সংশোধন করা হবে। তারপর আগামীকাল প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।” এদিকে, গোটা ঘটনায় তৃণমূলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে। কেউ-কেউ আবার বলতে শুরু করেছেন এই তালিকা সম্ভবত আই প্যাকের।

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা