Jalpaiguri: দাপিয়ে বেড়াচ্ছে দলছুট বাইসন, আতঙ্কে চা বাগানের শ্রমিকরা
Jalpaiguri: প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানিয়েছেন, সকালে কাজে যোগ দিতে গিয়ে প্রথমে মরাঘাট চা বাগানের একটি সেকশনে তাঁরা বাইসনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।

জলপাইগুড়ি: লোকালয়ে ঢুকে পড়ল দলছুট বাইসন। আতঙ্কে বাগানের শ্রমিকরা। সকাল থেকে বাইসনটি দাপিয়ে বেড়াচ্ছে দুই বাগানে। সোমবার বানারহাট ব্লকের মরাঘাট ও বানারহাট চা বাগানে শ্রমিকদের নজরে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা জানিয়েছেন, সকালে কাজে যোগ দিতে গিয়ে প্রথমে মরাঘাট চা বাগানের একটি সেকশনে তাঁরা বাইসনটিকে দেখতে পান। সঙ্গে সঙ্গে বাগান কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং বিন্নাগুড়ি বন্যপ্রাণ স্কোয়াডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে যান।
বাইসনের তাণ্ডবে দুই বাগানে শ্রমিক দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যে সেকশনের পাশে বর্তমানে ভাষণটি রয়েছে সেখানে কাজ সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হন কর্তৃপক্ষ। বর্তমানে বাইসনটি বাগানের নালার মধ্যে আশ্রয় নিয়েছে।
বন দফতরের এক আধিকারিক জানান, “বাইসনটির চলাচলের উপর নজর রাখা হচ্ছে। সন্ধ্যার পর ‘ড্রাইভ’ করে তাকে নিরাপদে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।” আধিকারিকদের প্রাথমিক অনুমান, পাশের ডায়না বা মরাঘাট জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে।





