Jalpaiguri: নেশার ঘোরে ফ্লাইওভারের পিলারে চড়ে বসলেন ব্যক্তি! অতঃপর…

Flyover: নেশার ঘোরে ফ্লাইওভারের পিলারের উপর উঠে গেলেন এক ব্যক্তি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। নেশাগ্রস্ত ওই ব্যক্তির এ হেন কাণ্ডে কার্যত হুলুস্থূল পড়ে যায় জলপাইগুড়ির মোহিতনগরে।

Jalpaiguri: নেশার ঘোরে ফ্লাইওভারের পিলারে চড়ে বসলেন ব্যক্তি! অতঃপর...
নেশার ঘোরে জলপাইগুড়ির উড়ালপুলের পিলারে যুবকে
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 8:32 PM

জলপাইগুড়ি : নেশার ঘোরে ফ্লাইওভারের পিলারের উপর উঠে গেলেন এক ব্যক্তি। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে। নেশাগ্রস্ত ওই ব্যক্তির এ হেন কাণ্ডে কার্যত হুলুস্থূল পড়ে যায় জলপাইগুড়ির মোহিতনগরে। বছর বিয়াল্লিশের ওই ব্যক্তির নাম যমুনা বর্মণ। পেশায় লটারি বিক্রেতা। শনিবার দুপুরে ফ্লাইওভারের পিলারে উঠে ঘাপটি মেরে বসে ছিলেন তিনি। কিছুতেই ফ্লাইওভারের পিলার থেকে নামছিলেন না। এদিকে নেশাগ্রস্ত ওই ব্যক্তিকে পিলারের উপর বসে থাকতে দেখে আশেপাশের মানুষজনও জড়ো হতে থাকেন নীচে। উদ্বেগও বাড়তে থাকে। একে তো নেশাগ্রস্ত অবস্থায় রয়েছেন ওই ব্যক্তি, এত উঁচু পিলারের উপর যদি একটু এদিক থেকে ওদিক হয়, তাহলেই বড় দুর্ঘটনা হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পরিস্থিতির কথা বুঝতে পেরে, ওই এলাকার লোকেরাই খবর দেন জলপাইগুড়ি কোতয়ালি থানায়। সেখান থেকে পুলিশকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছাতেই দেরি না করে খবর দেন দমকলকে। দমকলেরকর্মীরাও তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দেন। দ্রুত তাঁর কাছে গিয়ে দড়ি বেঁধে টেনে তুলে আনা হয় উপরে। শনিবার দুপুরে জলপাইগুড়ি মোহিতনগর ফ্লাইওভারের পিলারের ওপর এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর তাঁরা ওই ব্যক্তির কাছে পৌঁছাতে পারেন। এরপর তাঁর কোমরে দড়ি বেঁধে টেনে ফ্লাইওভারের উপরে উদ্ধার করে নিয়ে আসেন দমকলকর্মীরা।

ঘটনা প্রসঙ্গে শম্ভু রায় নামে স্থানীয় এক বাসিন্দা জানান, “ওই নেশাগ্রস্ত ব্যক্তির বাড়ি কোচবিহার জেলার খাগড়াবাড়িতে। কিন্তু তিনি বর্তমানে জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় থাকেন। কিন্তু তিনি কীভাবে এখানে উঠে গেলেন, তা আমরা বলতে পারব না।” ঘটনায় পুলিশ সূত্রে জানা গিয়েছে, যমুনা বর্মণ নামে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর বাড়িতেও খবর দেওয়া হয়েছে। বাড়ির লোক এসে পৌঁছালে, ওই নেশাগ্রস্ত ব্যক্তিকে পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন : High Alert in Jangal Mahal: জঙ্গলমহলে বড়সড় নাশকতার ছক কষছে মাওবাদীরা, সন্ধে ৬ টার আগেই নেতাদের বাড়ি ফেরার পরামর্শ পুলিশের

আরও পড়ুন : Ghatal Job Fare: ঘাটালে রাজ্য সরকারের কর্মসংস্থান মেলা, চাকরি দেওয়া হবে ২০০০ বেকারকে