Jalpaiguri: পছন্দ নয় স্কুলের নীল প্য়ান্ট, ছিঁড়ে ফেলে দিল একদল পড়ুয়া, উত্তেজনা জলপাইগুড়িতে

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Oct 11, 2023 | 12:00 AM

Jalpaiguri: গত বছর সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুলের পোশাকের রং এক হবে। সেই মোতাবেক স্কুলগুলিতে নীল প্যান্ট সাদা জামা সরবরাহ করা হলে গত বছর পড়ুয়ারা ওই পোশাক নিতে অস্বীকার করে। কেউ কেউ ফিরিয়েও দেয়।

Jalpaiguri: পছন্দ নয় স্কুলের নীল প্য়ান্ট, ছিঁড়ে ফেলে দিল একদল পড়ুয়া, উত্তেজনা জলপাইগুড়িতে
ঘটনায় চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: স্কুল থেকে সরবরাহ করা নীল রঙের প্যান্ট পছন্দ না হওয়ায় স্কুলের সামনে ছিঁড়ে ফেলে দিয়ে গেল একদল স্কুল ছাত্র। এমনই অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি শহরে। যার জেরে সরকারি নীল সাদা স্কুল ইউনিফর্ম বিতর্ক ফের নতুন করে মাথাচাড়া দিলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি শহরের শতাব্দী প্রাচীন স্কুল গুলির মধ্যে অন্যতম ফণীন্দ্র দেব বিদ্যালয়। এই স্কুলের ইউনিফর্ম সাদা জামা আর খাকি রঙের প্যান্ট। যা গত ১০০ বছরের বেশি সময় ধরে ওই স্কুলের ঐতিহ্য বহন করে আসছে বলে দাবি পড়ুয়াদের।

এদিকে গত বছর সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় রাজ্যের সমস্ত স্কুলের পোশাকের রং এক হবে। সেই মোতাবেক স্কুলগুলিতে নীল প্যান্ট সাদা জামা সরবরাহ করা হলে গত বছর পড়ুয়ারা ওই পোশাক নিতে অস্বীকার করে। কেউ কেউ ফিরিয়েও দেয়। এবারের একই বিতর্ক ফের মাথাচাড়া দিল জলপাইগুড়ি ফণীন্দ্র দেব স্কুলে। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে নতুন পোশাক সরবরাহ করা হয়। নীল প্যান্ট পছন্দ না হওয়ায় পড়ুয়াদের একাংশ স্কুল ছুটির পর নীল প্যান্ট ছিঁড়ে স্কুলের সামনে ফেলে দিয়ে চলে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। 

স্কুলের অশিক্ষক কর্মচারী জয়প্রকাশ কামাত জানান, যে প্যান্টগুলি ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে আছে সেইগুলি সরকারের তরফে ছাত্রদের জন্য দেওয়া হয়েছে। কিন্তু ছাত্ররা স্কুলের পুরনো ইউনিফর্ম ছেড়ে নতুন নীল প্যান্ট পরতে চাইছে না। তাই ছিঁড়ে রাস্তায় ফেলে দিয়েছে। 

রঞ্জন বড়ুয়া নামে এক অষ্টম শ্রেনীর পড়ুয়া জানায়, নীল রঙের প্যান্ট অনেকের পছন্দ নয়। তাই তারা ছিঁড়ে ফেলে দিয়ে গিয়েছে। স্কুলের নবম শ্রেণীর ছাত্র প্রদ্যুন্ন ঘোষ বলে, আমাদের আগের পোশাকের সঙ্গে অনেক আবেগ জড়িয়ে আছে। আমরা চাই না খাকি প্যান্ট ছেড়ে নীল প্যান্ট ব্যাবহার করতে। স্কুলের প্রধান শিক্ষক প্রকাশ কুন্ডু জানিয়েছেন, স্কুলে আজ পোশাক বিলি করা হয়েছে। তবে স্কুল চলাকালীন কোনও ঘটনা ঘটেনি। স্কুল ছুটির পর বাইরে কী হয়েছে তা আমার জানা নেই।