Jalpaiguri news: পুলিশ ফাঁড়িতে হিমঘরের কর্মীকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল ওসিকে

Jalpaiguri: ওই ঘটনার জেরে ক্লোজ করা হল ওসি পাপ্পু সিংকে। পুলিশ লাইনে পাঠানো হল শিলিগুড়ি খালাপারা ফাঁড়ির ওসিকে। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে।

Jalpaiguri news: পুলিশ ফাঁড়িতে হিমঘরের কর্মীকে মারধরের অভিযোগ, ক্লোজ করা হল ওসিকে
অমিত কুমার ঠাকুর (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2022 | 10:04 PM

জলপাইগুড়ি : TV9 বাংলায় আগেই প্রকাশ করা হয়েছিল ধুপগুড়ির এক হিমঘরের শ্রমিককে নির্মমভাবে মারধরের ঘটনা। খুঁটির সঙ্গে বেঁধে মারধরের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। এবার ওই ঘটনার জেরে ক্লোজ করা হল ওসি পাপ্পু সিংকে। পুলিশ লাইনে পাঠানো হল শিলিগুড়ি খালাপারা ফাঁড়ির ওসিকে। পুলিশ সূত্রে এমনই জানা গিয়েছে। জানা গিয়েছে, হরিমন্দির এলাকার এক হিমঘরে কাজ করতেন ওই শ্রমিক। সম্প্রতি তাঁর বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছিলেন হিমঘরের মালিক। অভিযোগ ১০ লাখ টাকা চুরি হয়ে গিয়েছে। আর মালিকের সন্দেহ ওই কর্মীই এই চুরির সঙ্গে জড়িত।

এরপর হিমঘরের মালিক ওই শ্রমিকের বিরুদ্ধে থানায় না অভিযোগ না জানিয়ে, তাকে নিয়ে যায় শিলিগুড়ির খালপাড়া ফাঁড়িতে। অভিযোগ, সেখানে হিমঘরের মালিক পুলিশকর্মীদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। আর তারপরই হঠাৎ খালপাড়া ফাঁড়িতে থাকা পুলিশকর্মীরা ওই হিমঘরের কর্মীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে। নির্মমভাবে প্রহার করা হয় ওই কর্মীকে। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় ওঠে। সেই খবর প্রকাশিত হওয়ার পর ব্যবস্থা নেওয়া হল ওই পুলিশ ফাঁড়ির ওসির বিরুদ্ধে। সূত্রের খবর, ক্লোজ করা হয়েছে ওসি পাপ্পু সিংকে।

ঘটনার খবর পেয়েই এলাকায় গিয়েছিলেন স্থানীয় তৃণমূল নেতা গোপাল চক্রবর্ত্রী। তিনি এলাকার পঞ্চায়েত সদস্য। কোনওরকম লিখিত অভিযোগ ছাড়াই যে পুলিশকে দিয়ে মার খাওয়ানো হয়েছে ওই হিমঘরের কর্মীকে, সে কথা মেনে নিয়েছেন তিনিও। জানিয়েছিলেন, “ঘটনা শুনে আমি গিয়েছিলাম। কোনও রকম লিখিত অভিযোগ ছাড়াই পুলিশকে দিয়ে মালিক নির্মমভাবে মারধর করিয়েছে অমিতকে। বিষয়টিকে কোনওভাবেই বরদাস্ত করা যায় না।”

রাজ্যে যখন একের পর এক ঘটনায় কার্যত পুলিশের মুখ পুড়ছে, সেই সময় ফের এমন ঘটনায় প্রশ্ন তুলে দিল পুলিশের ভূমিকা নিয়ে। গোটা দেশে তথা বিশ্বে যখন শ্রমিক দিবস উদযাপিত হচ্ছে, ঠিক সেই সময় শ্রমিকের উপর এমন অমানবিক অত্যাচারে কার্যত নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

আরও পড়ুন : Belur Math: আরও দেড় হাজার বছর পথ দেখাবে বেলুড় মঠ, সেদিন বলেছিলেন স্বামীজি