Road Accident: জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে উল্টে গেল পূর্ণ্যার্থী বোঝাই গাড়ি, আহত ২০

Road Accident: সূত্রের খবর, আহতদের মধ্যে বেশিরভাগই বানারহাট ব্লকের এফেলবাড়ি এলাকার বাসিন্দা। বেশ কয়েকজনের বাড়ি আবার বিহার, দিল্লিতে।

Road Accident: জল্পেশ মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে উল্টে গেল পূর্ণ্যার্থী বোঝাই গাড়ি, আহত ২০
ধূপগুড়িতে ভয়াবহ পথ দুর্ঘটনা
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2023 | 7:51 PM

ধূপগুড়ি: দুর্ঘটনার কবলে পূর্ণ্যার্থীদের গাড়ি। এদিন ধূপগুড়ি (Dhupguri) হরিমন্দির এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। বৃহস্পতিবার বিকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পুণ্যার্থী বোঝাই গাড়িটি। আহত প্রায় কুড়িজন। ঘটনা টি আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও রয়েছে বলে জানা যাচ্ছে। আহতদের মধ্যে ললিতা শাহ ও বৈষ্ণবী শাহ নামে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের ধূপগুড়ি হাসপাতাল থেকে রেফার করা হয়েছে জলপাইগুড়ি জেলা হাসপাতালে।

সূত্রের খবর, আহতদের মধ্যে বেশিরভাগই বানারহাট ব্লকের এফেলবাড়ি এলাকার বাসিন্দা। বেশ কয়েকজনের বাড়ি আবার বিহার, দিল্লিতে। তাঁরা সকলেই এদিন জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, যাত্রাপথে ধুপগুড়ি হরি মন্দির এলাকায় একটি ডাম্পার আচমকা পূর্ণ্যার্থী বোঝাই গাড়িটির সামনে চলে আসে বলে খবর। ডাম্পারটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পূর্ণ্য়ার্থীদের গাড়িটি। 

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার ট্রাফিক পুলিশ এবং দমকল কর্মীরা। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ধুপগুড়ি হাসপাতালে। সেখান থেকেই আশঙ্কাজনকদের রেফার করা হয় জলপাইগুড়ি জেলা হাসপাতালে। বাকিদের চিকিৎসা চলছে ধূপগুড়িতেই।

আহতদের পরিবার সূত্রে খবর, গত দুই তারিখ এলাকারা বাসিন্দা পিংকি শা নামে এক যুবতীর বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন তাঁর বেশ কিছু আত্মীয়। সেই আত্মীয়দের মধ্য়েই বেশ কিছুজন এদিন জল্পেশ মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। সেই সময় ঘটে দুর্ঘটনাটি।