CPIM: ‘কখন যে কার হাত ধরেন নিজেও জানেন না’, মমতাকে বিঁধে আসরে এবার সূর্যকান্ত

CPIM: তবে শুধু তৃণমূল নয়, একযোগে আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে সূর্যকান্ত বলেন, এরা সারা দেশের মানুষের মধ্যে মুরগি লড়াই বাঁধিয়ে দিয়ে নিজেদের ফয়দা তুলতে চান।

CPIM: 'কখন যে কার হাত ধরেন নিজেও জানেন না', মমতাকে বিঁধে আসরে এবার সূর্যকান্ত
আক্রমণে সূর্যকান্ত Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 24, 2024 | 8:30 PM

জলপাইগুড়ি: মমতা কখন কার হাত ধরেন আর কখন কার হাত ছাড়েন তা নিজেও জানেন না। তৃণমূলের সঙ্গে কংগ্রেসর সঙ্গে জোট বাতিল প্রসঙ্গে এই ভাবে প্রতিক্রিয়া দিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। পাশাপাশি তিনি আরও বলেন, উনি একসময় বিজেপির হাত ধরে এই রাজ্যে আরএসএসকে এনেছিলেন। সেই থেকে আজ পর্যন্ত তিনি আরএসএস সম্পর্কে একটিও মন্তব্য করেন না। 

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটে আসন রফা নিয়ে জট বিগত কয়েকদিনে আরও পাকিয়েছে। এদিকে এরইমধ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছেন বাংলায় ৪২টি আসনেই লড়বেন তিনি। একইসঙ্গে সাম্প্রতিককালে একাধিকবার ইন্ডিয়া জোটে সিপিএমের ‘দাদাগিরি’ নিয়েও সরব হয়েছেন তিনি। এ প্রসঙ্গ উঠতেই মমতাকে ফের একহাত নেন সূর্যকান্ত। বলেন, উনি কী ভেবেছিলেন দিদিগিরি করবেন! আমরা দাদাগিরি দিদিগিরি কিছুই করছি না। এদিন জলপাইগুড়িতে এসেছিলেন সূর্যকান্ত। সেখান থেকেই ঘাসফুল শিবিরকে একাধিক ইস্যুতে এ ভাষাতেই চাঁচাছোলা আক্রমণ শানান তিনি। 

তবে শুধু তৃণমূল নয়, একযোগে আক্রমণ শানান কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, এরা সারা দেশের মানুষের মধ্যে মুরগি লড়াই বাঁধিয়ে দিয়ে নিজেদের ফয়দা তুলতে চান। প্রসঙ্গত, ১০০ দিনের টাকা প্রদান, ন্যূনতম মজুরি ৬০০ টাকা, ১০০ নয় ২০০ দিনের কাজের দাবি সহ বিভিন্ন ইস্যু নিয়ে বুধবার খেতমজুরদের সভা ছিল জলপাইগুড়িতে। এর মধ্য দিয়েই জলপাইগুড়িতে‌ লোকসভা নির্বাচনের‌ প্রস্তুতি শুরু করে দিল‌ সিপিএম। এদিন শহরের দিশারি মোড়‌ এলাকা‌ থেকে বের হ‌ওয়া‌ মিছিলে অংশগ্রহণ করেন সিপিএমের‌ প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত‌ মিশ্র‌। মিছিল শেষে জলপাইগুড়ি রবীন্দ্র ভবন ময়দানে জনসভা অনুষ্ঠিত হয়।