AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dhupguri: রাম মন্দির নিয়ে হইহই, এরই মাঝে গয়েরকাটার তিন মন্দিরে যা ঘটল…

Dhupguri: গয়েরকাটার আম্বাডিপা এলাকায় মারোয়াড়ি সমাজের একটি মন্দির রয়েছে। সেখানে দিগম্বর জৈন মন্দির থেকে অষ্টধাতুর দু'টি মূর্তি চুরি হয়। অন্যদিকে গয়েরকাটার কোংগারনগর এলাকার একটি বাড়ি থেকে কালী প্রতিমার গয়না চুরি হয়।

Dhupguri: রাম মন্দির নিয়ে হইহই, এরই মাঝে গয়েরকাটার তিন মন্দিরে যা ঘটল...
এই কালীমন্দির থেকেও চুরি হয়েছে গয়না। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jan 22, 2024 | 3:27 PM
Share

ধূপগুড়ি: শীতের রাত। এরইমধ্যে এলাকার পর পর তিনটে মন্দিরে চুরির ঘটনা ঘটল। বানারহাট থানা এলাকার গয়েরকাটায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অভিযোগ, কালী মন্দিরের গয়না থেকে জৈন মন্দিরের অষ্টধাতুর মূর্তি নিয়ে চম্পট দেয় চোরের দল। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকাল থেকে হইচই এলাকায়।

গয়েরকাটার আমাডিপা এলাকায় মারোয়াড়ি সমাজের একটি মন্দির রয়েছে। সেখানে দিগম্বর জৈন মন্দির থেকে অষ্টধাতুর দু’টি মূর্তি চুরি হয়। অন্যদিকে গয়েরকাটার কোংগারনগর এলাকার একটি বাড়ি থেকে কালী প্রতিমার গয়না চুরি হয়।

কোংগারনগরের বাসিন্দা রাজু বর্ধন। তাঁর বাড়ি থেকে চুরি যায় কালী মূর্তির বিভিন্ন গয়না, আসবাবপত্র এবং অন্যান্য কয়েকটি মূর্তি। অন্যদিকে গয়েরকাটা শ্মশানঘাট কালী মন্দির থেকে চুরি যায় একটি ঘণ্টা। একসঙ্গে তিনটি মন্দিরে চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে এসে পৌঁছয় বানারহাট থানার পুলিশ। এলাকার লোকজন জানাচ্ছেন, এলাকায় এর আগেও মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। তাঁরা এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। রাজু বর্ধন বলেন, “সকালে উঠে আমরা যে যার কাজ করছিলাম। বাবা হাঁটতে বেরিয়েছিল। দেখে মন্দিরের দরজা খোলা। বাবা সে সময় ভেবেছিল পুজো দেবে বলে হয়ত দরজা খুলেছে কেউ। এরপর মন্দিরে কাউকে দেখতে না পেয়ে দেখি প্রতিমার গায়ের গয়না নেই। গলার হার, কানের দুল, প্রদীপদানি সবই নিয়ে চলে গিয়েছে।”

অন্যদিকে জৈন মন্দিরে চুরি প্রসঙ্গে পুষ্পাদেবী সারাওনি বলেন, “আমাদের ২টো অষ্টধাতুর মূর্তি নিয়ে চলে গিয়েছে। একটা মূর্তি ৪০-৫০ বছরের পুরনো। একটা ঘণ্টাও চুরি হয়েছে। আগে কখনও এরকম ঘটনা ঘটেনি।”