জলপাইগুড়ি: দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা যখন কালবৈশাখীর জন্য হাপিত্যেস করে মরছে, তখন উত্তরবঙ্গে ঝড়ের দাপটে চরম ক্ষতির মুখে জনজীবন। ঝড়ের তাণ্ডবে ধূপগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় গৃহহীন শতাধিক মানুষ। নষ্ট হয়েছে চাষের জমি, এলাকা বিদ্যুৎহীন। মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েত এলাকার অবস্থা সবথেকে খারাপ। কোথাও ঝড়ের দাপট তুলে নিয়ে গিয়েছে ঘরের চাল, কোথাও আবার উপড়ে এসেছে গাছ। বহু বাড়িতে গাছের মোটা ডাল ভেঙে পড়েও বিপত্তি ঘটেছে। এদিকে রাস্তার ধারে যে সব বিদ্যুতের খুঁটি, সেগুলিও ভেঙে পড়েছে রাস্তার পাশেই। এর জেরে বিদ্যুৎহীন গোটা এলাকা। স্থানীয়দের কথায়, ৩০ মিনিটের ঝড়। তাতেই এই তোলপাড় হয়েছে।
স্থানীয় যমপাড়ার বাসিন্দা মইনুল হক জানান, “আমাদের পাড়ায় খুব ক্ষতি হয়েছে। একের পর এক গাছ ভেঙে পড়েছে। বাড়িঘরেরও খুবই ক্ষতি হয়েছে। চাষের ক্ষেত তো কয়েক শো বিঘা বোধহয় শেষ! কাঁচা সবজি থেকে পোল্ট্রি ফার্ম কিছুই আর অবশিষ্ট নেই।” রাত ১২টা নাগাদ এই ঝড় হয়। প্রায় সাড়ে ১২টা অবধি চলে। শনিবার সকাল থেকেই এলাকায় টিপ টিপ বৃষ্টি পড়ছে। স্থানীয়দের চিন্তা, বৃষ্টি বাড়লে কী হবে।
মাগুরমারির বাসিন্দা মহম্মদ নসিরউদ্দিনের কথায়, “রাতে তুমুল ঝড় শুরু হয়। মনে হচ্ছিল সব ভেঙে পড়বে মাথার উপর। ঝড় থামার পর দেখলাম সত্যিই সবকিছু ওলট পালট করে দিয়েছে। গাছপালা সব ভেঙে গিয়েছে, গবাদি পশুরও ক্ষতি হয়েছে। আমার তো দু’টো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের তো সব শেষ। শুধু ঝড় নয়, পাল্লা দিয়ে বৃষ্টিও হয়েছে, শিলাবৃষ্টি। মাঠে আর কিছু অবশিষ্ট রইল না বোধহয়।”
আরও পড়ুন: Heatwave in India: করোনার ভীতিকেও ছাপিয়ে যাচ্ছে তাপপ্রবাহের দাপট, কেন ঘুম উড়েছে বিশেষজ্ঞদের?
আরও পড়ুন: West Bengal Weather Update: রাতভর ঝড়বৃষ্টিতে ভয়ঙ্কর গরম থেকে মুক্তি, তবে শিয়রে এবার ‘অন্য’ সংকট
আরও পড়ুন: Asansol Accident: সেকেন্ডেই পিষে দিল মিনিবাস, ক্ষণিকের মধ্যে মা হারা ২ যমজ সন্তান