AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Weather Update: রাতভর ঝড়বৃষ্টিতে ভয়ঙ্কর গরম থেকে মুক্তি, তবে শিয়রে এবার ‘অন্য’ সংকট

Weather Update: গত কয়েকদিনের দাবদাহের জেরে উত্তরবঙ্গেও দুর্ভোগ চরমে পৌঁছায়। তবে গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে এক লাফে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসে।

West Bengal Weather Update: রাতভর ঝড়বৃষ্টিতে ভয়ঙ্কর গরম থেকে মুক্তি, তবে শিয়রে এবার 'অন্য' সংকট
বাংলার আবহাওয়া (নিজস্ব চিত্র)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 30, 2022 | 11:05 AM

কলকাতা:  দহন জ্বালা জুড়িয়ে শেষমেশ কালবৈশাখীর মুখ দেখেছে বাংলা। কিছুটা হলেও মুক্তি মেলেছে তীব্র গরম থেকে। হাঁসফাঁস অবস্থা আর নেই। রাতভর ঝড়-বৃষ্টিতে যেন স্বস্তির ছোঁয়া। শিলিগুড়ি, জলপাইগুড়িতে এক ধাক্কায় নেমেছে তাপমাত্রা। গত কয়েকদিনের দাবদাহের জেরে উত্তরবঙ্গেও দুর্ভোগ চরমে পৌঁছায়। তবে গতকাল রাতের ঝড়-বৃষ্টিতে এক লাফে দিনের সর্বোচ্চ তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ২৯ ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি। শিলিগুড়ি, জলপাইগুড়ি সহ আশপাশের এলাকায় আজও বৃষ্টি হয়েছে। সেই কারণে অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়ে মুখে চওড়া হাসি মানুষজনের।

তবে বৃষ্টি হলেও স্বস্তি খুব একটা মিলবে না বলেই মনে করছে আলিপুর আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপের ইঙ্গিত দিয়েছে মৌসম ভবন। মে মাসের প্রথম সপ্তাহেই একটি নিম্নচাপের পূর্বাভাস দেওয়া হয়েছে। আন্দামান সাগরের উপর ওই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শক্তি বাড়িয়ে সেটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে রাজ্যে আবারও একটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে ৫ মে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে আন্দামান সাগরে।

আবহাওয়াবিদরা বলছেন, ৪ মে নাগাদ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তারপর সেটি ৫ মে আরও শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। পরে এটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপ তৈরি করতে পারে। আর এই মে মাসে ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার একটি অনুকূল পরিস্থিতি থাকে। ফলে এটিও শক্তি বাড়াতে বাড়াতে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে।

আন্দামান সাগর থেকে পূর্ব উপকূলের দূরত্ব অনেকটা। যদি এটি পূর্ব উপকূলের দিকে আসে, তাহলে অনেকটা সময় পেয়ে যাবে নিজের শক্তি বাড়ানোর জন্য। শুধু তাই নয়, যদি ঘূর্ণিঝড় তৈরি হয়, সেটিই নিজের শক্তি অনেকটা বাড়িয়ে নিতে পারে এই পথে। তবে এই ঘূর্ণিঝড় যদি সৃষ্টি হয়, তবে তা কোনদিকে যাবে , তা এখনও স্পষ্ট নয়। আবহাওয়াবিদরা বলছেন, কোনও কোনও মডেলে দেখাচ্ছে এটি যেতে পারে মায়ানমারের দিকে, আবার কোনও কোনও মডেলে দেখাচ্ছে এটি পূর্ব উপকূলের দিকে সরে আসতে পারে। সেক্ষেত্রে চেন্নাই উপকূল থেকে বাংলাদেশ উপকূল পর্যন্ত যে কোনও জায়গায় আসতে পারে ঘূর্ণিঝড়টি। তবে নিম্নচাপটি আদৌ শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, বা তৈরি হলে তা পূর্ব উপকূলের দিকে আসবে কি না, তা আগামী কয়েকদিনের মধ্যেই স্পষ্ট হবে।

আরও পড়ুন: Asansol Accident: সেকেন্ডেই পিষে দিল মিনিবাস, ক্ষনিকের মধ্যে মা হারা ২ যমজ সন্তান