ভারতে ঢুকেই পড়ল HMPV, আক্রান্ত ৮ মাসের শিশু

HMPV আক্রান্ত এক শিশু। বেঙ্গালুরুর এক শিশু আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর।

ভারতে ঢুকেই পড়ল HMPV, আক্রান্ত ৮ মাসের শিশু
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 10:06 AM

বেঙ্গালুরু: চিনের ভাইরাস ঢুকে পড়ল ভারতে। HMPV আক্রান্ত ভারতের এক শিশু। বেঙ্গালুরুতে আট মাসের এক শিশু আক্রান্ত হয়েছে বলে সূত্রের খবর। শিশুর পরিবারের সম্প্রতি বিদেশ ভ্রমণের কোনও ইতিহাস নেই। ভারতে এটিই প্রথম এইচএমপিভি সংক্রমণ।

জানা গিয়েছে, আট মাসে এক শিশু আক্রান্ত হয়েছে। শিশুটি বেঙ্গালুরুর বাসিন্দা। বর্তমানে ব্যাপিস্ট হাসপাতালে ভর্তি ওই শিশু। বিগত কয়েকদিন ধরে শিশুটির জ্বর ছিল এবং শ্বাসকষ্ট হচ্ছিল। এইচএমপিভি-র উপসর্গের সঙ্গে মিল থাকায় ওই বেসরকারি হাসপাতালের তরফে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানেই রিপোর্ট পজেটিভ আসে।

কর্নাটকের স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, সরকারি ল্যাবরেটরিতে ওই শিশুর নমুনা পরীক্ষা করা হয়নি। প্রাইভেট হাসপাতালে নমুনা পরীক্ষায় চিনের এই নয়া ভাইরাসের হদিস মিলেছে। রাজ্য সরকারও আলাদাভাবে শিশুটির নমুনা পরীক্ষা করবে বলে জানা গিয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে বলা হয়েছে, “এই ভাইরাসের স্ট্রেন সম্পর্কে এখনও আমরা কিছু জানি না, কারণ চিনে কোন স্ট্রেনের ভাইরাস ছড়াচ্ছে, সে সম্পর্কে আমাদের কাছে তথ্য নেই।

২০২৫ সালের গোড়া থেকেই চিনে আতঙ্ক ছড়িয়েছে নয়া ভাইরাস, এইচএমপিভি নিয়ে। হিউম্যান মেটানিউমোভাইরাস অনেকটা করোনার মতোই। মূলত শিশু ও প্রবীণ ব্যক্তিদেরই এই ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি। মূলত ১১ বছরের কমবয়সীদের মধ্যেই এই ভাইরাসের হদিস মিলছে।

দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের খবর মিলতেই সতর্কতা জারি হচ্ছে বিভিন্ন রাজ্যে। ইতিমধ্যেই দিল্লি ও মহারাষ্ট্র সরকারের তরফে সতর্কতামূলক নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিডকালের মতো পরিকাঠামোগত প্রস্তুতি নিতে ও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কুম্ভ মেলাতেও সতর্কতা জারি করেছে উত্তর প্রদেশ সরকার।