Puri Jagannath Temple: পুরী মন্দিরের উপরে ওটা কী উড়ছে? হইহই পড়ে গেল নিমেষে

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরের উপরে কালো রঙের একটি বস্তু উড়তে দেখা যায়। ৫ জানুয়ারির ভোরে ঘটনাটি ঘটে। আন্দাজ করা হচ্ছে, এটি ড্রোন ছিল।

Puri Jagannath Temple: পুরী মন্দিরের উপরে ওটা কী উড়ছে? হইহই পড়ে গেল নিমেষে
পুরী জগন্নাথ মন্দির।Image Credit source: Getty Image
Follow Us:
| Updated on: Jan 06, 2025 | 9:37 AM

পুরী: দানা বাড়ছে রহস্য। পুরীর জগন্নাথ মন্দিরের উপরে দেখা গেল রহস্যজনক বস্তু। ভোররাতে ওই জিনিস নজরে আসা মাত্রই হইচই পড়ে যায়। জমা হন লোকজন। ছুটে আসে নিরাপত্তারক্ষীরাও। কী ছিল ওই রহস্যজনক বস্তু?

পুরীর জগন্নাথ মন্দিরের উপরে কালো রঙের একটি বস্তু উড়তে দেখা যায়। ৫ জানুয়ারির ভোরে ঘটনাটি ঘটে। আন্দাজ করা হচ্ছে, এটি ড্রোন ছিল। কিন্তু পুরী মন্দির চত্বর নো ফ্লাই জ়োন। এই মন্দিরের উপর দিয়ে কোনও কিছু ওড়ানো বারণ। সেখানেই এই ড্রোন কোথা থেকে এল এবং কী করে দীর্ঘক্ষণ নজর এড়িয়ে উড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ ড্রোনটি প্রথম উড়তে দেখা যায়। প্রায় আধ ঘণ্টা ধরে মন্দিরের উপরে ওড়ে ড্রোনটি। খবরটি রটে যেতেই ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। যদিও ড্রোনটি আর ধরা যায়নি।

এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি বলেন, “পুরী জগন্নাথ মন্দিরের উপরে ড্রোন ওড়ানো নিষিদ্ধ। এটা সম্পূর্ণ বেআইনি। যারা এই নিয়ম ভেঙেছে, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা করা হবে। পুরীর পুলিশ সুপার তদন্ত করছেন।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্ভবত কোনও ভ্লগার জগন্নাথ মন্দিরের উপরে ড্রোন উড়িয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।