Udayan Guha: ‘রাজ্যে চাকরির সংকট রয়েছে’, উদয়নের স্বীকারে অস্বস্তিতে তৃণমূল
Udayan Guha: শনিবার প্রতারণা চক্র নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন মন্ত্রী। এ কথা-ও কথা বলতে-বলতে তিনি কার্যত মেনেই নিলেন এ রাজ্যে চাকরির সংকট রয়েছে। সেই কারণেই বেকার যুবক-যুবতীরা প্রলোভনে পা দিচ্ছেন। উদয়ন বললেন, "এখন চাকরির কিছুটা সংকট রয়েছে। তাই অনেকে প্রলোভনে পড়ে যায়।"
ধূপগুড়ি: চাকরির প্রলোভন দেখিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বেকার যুবক-যুবতীদের কাছ থেকে টাকা আত্মসাতের অভিযোগ। যা নিয়ে তোলপাড় উত্তরের রাজনীতি। এর মধ্যেই আবার বেফাঁস মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। কেন বেকাররা এই ধরনের চাকরির প্রলোভনে পা দিচ্ছেন তা খোলসা করলেন তিনি।
শনিবার প্রতারণা চক্র নিয়ে সাংবাদিকদের প্রতিক্রিয়া দেন মন্ত্রী। এ কথা-ও কথা বলতে-বলতে তিনি কার্যত মেনেই নিলেন এ রাজ্যে চাকরির সংকট রয়েছে। সেই কারণেই বেকার যুবক-যুবতীরা প্রলোভনে পা দিচ্ছেন। উদয়ন বললেন, “এখন চাকরির কিছুটা সংকট রয়েছে। তাই অনেকে প্রলোভনে পড়ে যায়। আমরা সরকারের তরফে সচেতনতা বৃদ্ধি জন্যে কম চেষ্টা করছি না। বিভিন্ন সমাবেশে বারবার বলি প্রলোভনে পা না দিতে।” রাজ্যের মন্ত্রী বলেছেন, যাঁরা টাকা দেয় তাঁরা খারাপ। আর যাঁরা টাকা নেয় তাঁরাও খুব খারাপ। কোন কোম্পানি কী করছে জানার দরকার নেই। কিন্তু যাঁরা টাকা দিয়েছেন তাঁরা বোকামি করছে।
‘রাজ্যে চাকরি নেই’ এই অভিযোগ সরকারের বিরুদ্ধে প্রতিনিয়তই করে চলছে বিরোধীরা। শুধু বিরোধী রাজনৈতিক দল নয়, শূন্য পদে চাকরির দাবি তুলে প্রায় রোজই পথে নামছেন বেকার যুবক-যুবতীরা। এই পরিস্থিতিতে আবার নিয়োগ দুর্নীতিতে শাসক দলের তাবড় নেতাদের নাম জড়ানোয় বিরোধীরা আরও কোণঠাসা করেছে তৃণমূলকে। তার মধ্যে আবার রাজ্যে চাকরির আকালের প্রসঙ্গ টেনে বিতর্ক বাড়ালেন উদয়ন গুহ।
উল্লেখ্য, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ধূপগুড়ি-বানারহাট সহ একাধিক জায়গায় চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে বেসরকারি কোম্পানি ‘স্মার্ট ভ্যালু’র বিরুদ্ধে। অভিযোগ, আঠারো হাজার টাকার বিনিময়ে কম্পিউটার শেখানোর প্রশিক্ষণ আর প্রশিক্ষিত হয়ে গেলেই চাকরির প্রতিশ্রুতি দিত ওই কোম্পানি। ইতিমধ্যেই এই প্রতারণা চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছেন অনেক প্রতারিত মহিলা।