Road Accident: আচমকাই সামনে চলে এল গরু, বানারহাটে ভয়াবহ দুর্ঘটনায় আহত ১২

Banarhat: প্রত্যক্ষদর্শীরা জানান, বানারহাট থেকে গাড়িটি আসছিল। রেড ব্যাঙ্কের কাছে হঠাৎই সামনে একটি গরু চলে আসে।

Road Accident: আচমকাই সামনে চলে এল গরু, বানারহাটে ভয়াবহ দুর্ঘটনায় আহত ১২
ক্যাটারিং সংস্থার মালিক মহম্মদ লতিফ। নিজস্ব চিত্র।

| Edited By: সায়নী জোয়ারদার

Mar 25, 2022 | 10:01 PM

জলপাইগুড়ি: বানারহাটে ভয়াবহ পথদুর্ঘটনা। ক্যাটারিং সেরে ফেরার পথে উল্টে যায় একটি ছোট চার চাকার গাড়ি। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। একটি গরু গাড়ির সামনে চলে আসে। গরুটিকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা বলে জানিয়েছেন ক্যাটারিং সংস্থার মালিক। বানারহাট ব্লকের রেড ব্যাঙ্ক ও দেবপাড়া চা বাগানের কাছে জাতীয় সড়ক ৩১ সি-তে এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বেশ কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বানারহাট থেকে গাড়িটি আসছিল। রেড ব্যাঙ্কের কাছে হঠাৎই সামনে একটি গরু চলে আসে। এদিকে গাড়িটির গতিও বেশ ভালই ছিল। ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তার উপর ছিটকে পড়ে গরুটি। অন্যদিকে গাড়িটিও পাল্টি খেয়ে যায়। রাস্তায় ছিটকে পড়েন গাড়িতে থাকা কর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের কথায়, গাড়িতে প্রায় ১৬ জন ছিলেন। ১২ জন আহত হন। বিকট শব্দে গাড়িটি উল্টে যেতেই ছুটে আসেন এলাকার লোকজন। তাঁরাই আহতদের উদ্ধার করে বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। বানারহাট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, ১২ জনের মধ্যে চারজনকে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এদিকে ঘটনার খবর পেয়েই বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। ক্যাটারিং সংস্থার মালিক মহম্মদ লতিফ বলেন, “আমরা বিন্দু থেকে ফিরছিলাম। ওই গাড়িতে সব ক্যাটারিং-কর্মীরা ছিলেন। হঠাৎই সামনে একটা গরু চলে আসায় এই বিপদ ঘটে। অনেকেরই জখম গুরুতর।”

আরও পড়ুন: Asansol Case: দিনভর তরুণীর সঙ্গে গেস্ট হাউজের ঘরে; রাতেই বাড়িতে ফোন, ‘তাড়াতাড়ি আসুন, ছেলে হাসপাতালে’…

আরও পড়ুন: Anis Khan Death: ফিরহাদ হাকিমকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’, আনিসের বাড়ির সামনে থেকে ফিরতে হল মন্ত্রীকে

আরও পড়ুন: Student Protest: ‘আমরা সময়ে এলে ম্যাডামদেরও নিয়ম মেনে আসতে হবে’, স্কুলে বিক্ষোভে ফেটে পড়ল ছাত্রীরা