Jhargram: নিয়ন্ত্রণ করতে গিয়ে বিপদ! শুঁড়ে তুলে হুলাপার্টির সদস্যকেই আছাড় হাতির
Jhargram: সেই দলে বালিভাষা গ্রামের অজিত মাহাতোও ছিলেন। হঠাৎ করেই একটি হাতি তেড়ে আসে হুলা পার্টির সদস্যদের দিকে। অন্যান্য সদস্যরা প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও অজিত মাহাতো পালাতে পারেননি। একটি হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঝাড়গ্রাম: হাতির হানায় প্রাণ গেল হুলা পার্টি সদস্যের, শোকের ছায়া সাঁকরাইলের বালিভাষা গ্রামে। শনিবার রাতে হাতির হানায় নিহত হুলা পার্টি সদস্যের দেহ ফিরল বাড়িতে। মৃত ব্যক্তির নাম অজিত মাহাতো (৪০)। তিনি ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বালিভাষা গ্রামের বাসিন্দা। বন দফতর সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে খড়্গপুর বন বিভাগের জটিয়া এলাকায় প্রায় চল্লিশটি হাতির একটি দল ঢুকে পড়ে। হাতিগুলিকে লোকালয় থেকে তাড়ানোর কাজে হুলা পার্টির একটি দল সেখানে উপস্থিত হয়।
সেই দলে বালিভাষা গ্রামের অজিত মাহাতোও ছিলেন। হঠাৎ করেই একটি হাতি তেড়ে আসে হুলা পার্টির সদস্যদের দিকে। অন্যান্য সদস্যরা প্রাণ বাঁচিয়ে পালাতে সক্ষম হলেও অজিত মাহাতো পালাতে পারেননি। একটি হাতি তাঁকে শুঁড় দিয়ে পেঁচিয়ে আছাড় মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
রবিবার তাঁর মৃতদেহ বালিভাষা গ্রামে ফিরলে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। একমাত্র রোজগেরেকে হারিয়ে দিশেহারা দুঃস্থ পরিবারের সদস্যরা। মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বনদফতরের আধিকারিক ও কর্মীরা। বনদফতরের পক্ষ থেকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ ও সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।
