TMC Join: ঝাড়গ্রামের বিজেপি সাংসদ অভিষেকের হাত ধরে যোগ দিলেন তৃণমূলে
Jhargram: ঝাড়গ্রামের ভোট-রাজনীতি এবার প্রথম থেকেই অন্যমাত্রা নিয়েছিল কুনার হেমব্রমের দল ছাড়াকে কেন্দ্র করে। সেই মাত্রা এবার নতুন মোড় নিল কুনারের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায়। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়েই অভিষেকের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন কুনার।
ঝাড়গ্রাম: ভোটের মুখে বিজেপি ছেড়েছিলেন ঝাড়গ্রামের বিদায়ী সাংসদ কুনার হেমব্রম। আগামী ২৫ মে শনিবার ঝাড়গ্রামে লোকসভা ভোট। তার আগে আরও একবার ধাক্কা খেল বিজেপি। এদিন গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘ ময়দানে সভা ছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেই সভামঞ্চ থেকেই তৃণমূলের পতাকা হাতে নিলেন এ কেন্দ্রের বিদায়ী সাংসদ কুনার।
ঝাড়গ্রামের ভোট-রাজনীতি এবার প্রথম থেকেই অন্যমাত্রা নিয়েছিল কুনার হেমব্রমের দল ছাড়াকে কেন্দ্র করে। সেই মাত্রা এবার নতুন মোড় নিল কুনারের তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায়। জঙ্গলমহলের মাটিতে দাঁড়িয়েই অভিষেকের হাত থেকে দলীয় পতাকা তুলে নিলেন কুনার।
তৃণমূলে যোগ দিয়েই কুনার বলেন, “পাঁচ বছর সংসদে গিয়ে এটাই বুঝলাম বিজেপি আদিবাসী বিরোধী। আদিবাসীদের ইস্যুগুলোকে গুরুত্বই দেয় না। অথচ আমাদের জঙ্গলমহল আদিবাসী অধ্যুষিত। সংসদেও আমি আদিবাসী সম্প্রদায়েরই প্রতিনিধিত্ব করি। আদিবাসীদের দাবিদাওয়া এই পাঁচ বছরে কিছুই করা যায়নি। আমার কথাগুলোর গুরুত্বই দেওয়া হয়নি। আমাদের আশা ভঙ্গ হয়েছে।”