Pamela Sarkar: তৃণমূল নেতাদের বিছানা গরম করে লক্ষী ভাণ্ডারের টাকা: বিজেপি নেত্রী

Subhotosh Bhattacharya | Edited By: সঙ্ঘমিত্রা চক্রবর্ত্তী

Feb 12, 2024 | 1:01 PM

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে মালদার চাঁচল থানাতেও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে বিজেপি। বিজেপি মহিলা মোর্চার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে থানায় গিয়ে ডেপুটেশন দেন। তারপর সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন উত্তর মালদা সংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ পামেলা সরকার। পামেলা বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষীর ভাণ্ডার দিচ্ছেন তৃণমূল নেতাদের বিছানা গরম করার জন্য।

Pamela Sarkar: তৃণমূল নেতাদের বিছানা গরম করে লক্ষী ভাণ্ডারের টাকা: বিজেপি নেত্রী
পামেলা সরকার
Image Credit source: TV9 Bangla

Follow Us

মালদা: মুখ্যমন্ত্রী লক্ষীর ভাণ্ডারের টাকা দিচ্ছেন তৃণমূল নেতাদের বিছানা গরম করার জন্য। সন্দেশখালির ঘটনার প্রক্ষিতে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী পামেলা সরকার। সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সারা রাজ্যে রবিবার ডেপুটেশন কর্মসূচি পালন করেছে বিজেপি। মালদহ জেলার চাঁচল থানায় ডেপুটেশন কর্মসূচির পর এ রকমই বিস্ফোরক মন্তব্য করলেন পামেলা। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ছড়িয়েছে রাজ্যে। বিজেপি নেত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে তীব্র ভর্ৎসনা করেছে তৃণমূল নেতৃত্ব।

সন্দেশখালির ঘটনার প্রতিবাদে সারা রাজ্যের সঙ্গে মালদার চাঁচল থানাতেও ডেপুটেশন কর্মসূচি পালন করেছে বিজেপি। বিজেপি মহিলা মোর্চার পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে থানায় গিয়ে ডেপুটেশন দেন। তারপর সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক মন্তব্য করেন উত্তর মালদা সংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চার ইনচার্জ পামেলা সরকার। পামেলা বিস্ফোরক অভিযোগ, মুখ্যমন্ত্রী মহিলাদের লক্ষীর ভাণ্ডার দিচ্ছেন তৃণমূল নেতাদের বিছানা গরম করার জন্য। সন্দেশখালির ঘটনা এবং মহিলাদের অভিযোগ তারই প্রমাণ দিচ্ছে। এ নিয়ে জেলা জুড়ে বৃহত্তর আন্দোলনের ও হুশিয়ারি দিয়েছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেত্রী পামেলা সরকার বলেন, “সন্দেশখালিতে গভীর রাতে মহিলাদের শারীরিক এবং মানসিক নির্যাতন করেছে। রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর আমলে এই পরিস্থিতি লজ্জাজনক। ওনার পদত্যাগ দাবি করছি। মহিলাদের মাটির পুতুল পেয়েছেন?”

মালদা তৃণমূল জেলা সম্পাদক বিশ্বজিত ঘোষ বলেছেন, “সাম্প্রদায়িক উস্কানি, দাঙ্গা লাগনো আর অশ্লীল নোংরা মন্তব্য করাই বিজেপির সংস্কৃতি। বেটি পড়াও বেটি বাঁচাও এর নামে মা মেয়েদের অসম্মান করা, পিছিয়ে রাখা এটাই উদ্দেশ্য। তাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহৎ কর্মকাণ্ডকে ওরা ভালো চোখে দেখবে কেন? লক্ষীর ভান্ডারে সহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, তাঁদের মাথা উঁচু করে এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে দিচ্ছেন। বিজেপির মতো দলের নেতদের এই সব ভালো লাগবে না এটাই তো স্বাভাবিক। কারণ তাঁরা তো মা মেয়েদের সম্মানটুকু করতে জানেন না।”

Next Article