Civic Volunteer: অসুস্থ যুবতীকে ধর্ষণের অভিযোগ, মানিকচকে গ্রেফতার সিভিক ভলান্টিয়র

Subhotosh Bhattacharya | Edited By: জয়দীপ দাস

Jan 24, 2025 | 6:52 PM

Civic Volunteer: অভিযোগ, বাড়ির সদস্যরা গঙ্গায় যেতেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে অপকর্মটা করে ফেলে ওই যুবক। বাড়িতেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরতেই সবটা জানতে পারেন। থানার দ্বারস্থ হন।

Civic Volunteer: অসুস্থ যুবতীকে ধর্ষণের অভিযোগ, মানিকচকে গ্রেফতার সিভিক ভলান্টিয়র
প্রতীকী ছবি
Image Credit source: Facebook

Follow Us

মালদহ: মানিকচকে অসুস্থ যুবতীকে ধর্ষণের অভিযোগ। অভিযোগ এলাকারই এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই ওই সিভিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। 

ধৃত সিভিক মানিকচক থানার অধীনেই কাজ করতো বলে জানা যাচ্চে। নির্যাতিতার পরিবারের সদস্যরা জানাচ্ছেন তাঁদের মেয়ে বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিল। খবর পেয়ে যুবতীর বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ওই সিভিক। ঝাড়ফুঁক করে সুস্থ করে দেওয়ার কথাও বলে। তোড়জোড়ও শুরু হয়ে যায়। পরিবারের লোকজনকে গঙ্গা থেকে জলও আনতে বলে। বাড়ির লোকজন তাঁর কথা মতো জলও আনতে যায়। 

অভিযোগ, বাড়ির সদস্যরা গঙ্গায় যেতেই ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে অপকর্মটা করে ফেলে ওই যুবক। বাড়িতেই একটি ঘরে নিয়ে গিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা বাড়ি ফিরতেই সবটা জানতে পারেন। কালবিলম্ব না করে তাঁরা সোজা মানিকচক থানার দ্বারস্থ হন। অভিযোগ পেতেই অ্যাকশনে নামে পুলিশ। এলাকা থেকেই গ্রেফতার করা হয় অভিযুক্ত সিভিককে। 

Next Article