Mamata Banerjee in Malda: ‘সাংসদ-বিধায়ক হয় না, তৃণমূলের কাউন্সিলর হয়ে যায়’, মালদহে ‘গভীর জলের খেলা’ ধরে ফেললেন মমতা

Subhotosh Bhattacharya | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2025 | 9:39 PM

Mamata Banerjee in Malda: বস্তুত, দুলাল সরকার খুনের  পর সোমবার তাঁর স্ত্রী চৈতালী সরকারের সঙ্গে দেখা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতালীর সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, মালদা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় এলেই তাঁর সঙ্গে যে সকল নেতাদের দেখা যায়,  এদিন দুলাল সরকারের বাড়ি যাওয়ার সময় কেউ সঙ্গে ছিলেন না।

Mamata Banerjee in Malda: সাংসদ-বিধায়ক হয় না, তৃণমূলের কাউন্সিলর হয়ে যায়, মালদহে গভীর জলের খেলা ধরে ফেললেন মমতা
মালদহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

মালদহ: নন্দুতেই শেষ নয়, আরও কেউ আছে পিছনে। তবে যেই থাক, সে শাস্তি পাবে। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুনে আরও কেউ রয়ছে। এবারে সেই ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুলাল সরকারের উত্থান আর জনপ্রিয়তাই যে কাল হল তারও ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। একইসাথে উল্লেখযোগ্য ভাবে তিনি বললেন, “এখানে এক রহস্য আছে। বেশ কিছু তথ্য আমার কাছে এসেছে। সেই সব খতিয়ে দেখা হবে।”

বস্তুত, দুলাল সরকার খুনের  পর সোমবার তাঁর স্ত্রী চৈতালী সরকারের সঙ্গে দেখা করতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। চৈতালীর সঙ্গে কথা বলেন তিনি। উল্লেখ্য, মালদা শহরে মমতা বন্দ্যোপাধ্যায় এলেই তাঁর সঙ্গে যে সকল নেতাদের দেখা যায়,  এদিন দুলাল সরকারের বাড়ি যাওয়ার সময় কেউ সঙ্গে ছিলেন না। তিনি জানালেন, কাউকে নিয়ে নয়, চৈতালীর সঙ্গে দেখা করতে তিনি একাই এসেছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, “মালদায় লোকসভায় তৃণমূল জেতে না। কেউ বিধানসভায় জেতে না, কিন্তু কাউন্সিলর হয়ে যায়। দুর্ভাগ্য এটা। কী রহস্য আছে আমি জানি। এখানে অনেক রকম খেলা চলে। এই খেলা চললে মানুষের পক্ষে খারাপ।”

মালদায় তৃণমূল নেতা দুলাল সরকারকে খুব কাছ থেকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। যেদিন বাবলা সরকারকে খুন হন, সেই দিনই এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। পুলিশকেও কড়া নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে উদ্যোগ নেয়। ঘটনার কয়েকদিন পর এলাকার তৃণমূল নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি সহ আরও একাধিককে গ্রেফতার করেছে পুলিশ।

Next Article