Cow Smuggling Case: বাংলাদেশে গরুপাচার করছিলেন TMC নেতা? উত্তরে বললেন…
Cow Smuggling Case: বাংলাদেশে পাচার আগে তিনটি গরু (সরকারি সাড়) উদ্ধার করল সামসী ফাঁড়ির পুলিশ। সামসী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রতুয়া থানার কুশরাক্ষা এলাকায় সামসী-রতুয়া রাজ্য সড়কে একটি পিকআপ ভ্যান থেকে এই গরুগুলো উদ্ধার করে। আটক করা হয়েছে সেই পিকআপ ভ্যান।
মালদহ: তৃণমূল নেতার গাড়ি করে গরু পাচারের অভিযোগ। তাও আবার বাংলাদেশে। পুলিশের হাতে আটক গাড়ি। যদিও, চালক পলাতক। জানা যাচ্ছে, ওই তৃণমূল নেতা আবার পঞ্চায়েত সদস্য। তিনি নিজেও গরুর ব্যবসা করেন বলেই স্বীকার করেছেন। তবে এই ঘটনার সঙ্গে তিনি যুক্ত নন বলে তাঁর দাবি। এই ঘটনায় চাঞ্চল্য মালদহর সামসিতে।
বাংলাদেশে পাচার আগে তিনটি গরু (সরকারি সাড়) উদ্ধার করল সামসী ফাঁড়ির পুলিশ। সামসী ফাঁড়ির পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রতুয়া থানার কুশরাক্ষা এলাকায় সামসী-রতুয়া রাজ্য সড়কে একটি পিকআপ ভ্যান থেকে এই গরুগুলো উদ্ধার করে। আটক করা হয়েছে সেই পিকআপ ভ্যান। পিক আপ ভ্যানের মালিক সামসী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য আমীর হোসেন। তবে চালক পলাতক বলে জানা গিয়েছে। চালকের খোঁজ চালাচ্ছে পুলিশ। তৃণমূল নেতাও সব দায় তাঁর চালকের ওপরই চাপিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে সামসী ফাঁড়ির পুলিশ।
ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির সদস্য অভিষেক সিংহানিয়া বলেন, “তিনটি ষাঁড় বোঝাই গাড়ি আটক করেছে পুলিশ। পরে জানতে পারলাম উনি তৃণমূল পঞ্চায়েত সদস্য। আমাদের অভিযোগ, সরকারি ষাঁড়-গরু পাচার হয়ে যাচ্ছে।” আমির হোসেন নামে ওই তৃণমূল নেতা বলেন, “আমি বাইরে কোনও ব্যবসা করি না। তবে সামসীতে আমার ব্যবসা রয়েছে। আমার ড্রাইভার গাড়ি ভাড়া খাটায়।”