Malda: হবু স্ত্রী-র মন মজে অন্য পুরুষে, বুঝতে পেরে বিয়ের দিনই গায়েহলুদের পর চরম কাজটা করেই ফেললেন যুবক

Malda: বিনয়ের পরিবার সূত্রে খবর, মাসখানেক আগেই খাস কোল এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয় বিনয়ের। গত সোমবার রেজিস্ট্রি করার জন্য শ্বশুরবাড়িতেও গিয়েছিল বিনয়। ফিরেও আসেন হাসিমুখে। এদিন সকালে বাড়ির সদস্যদের সঙ্গে ফের এক দফা বিয়ের বাজারও করতে যান।

Malda: হবু স্ত্রী-র মন মজে অন্য পুরুষে, বুঝতে পেরে বিয়ের দিনই গায়েহলুদের পর চরম কাজটা করেই ফেললেন যুবক
শোকের ছায়া পরিবারে Image Credit source: TV 9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2024 | 3:31 PM

মালদহ: তোড়জোড় চলছিল সেই কবে থেকে। অবশেষে এসেছিল সুখের দিন। বাজছে সানাই। বাড়ি ভর্তি লোকজন, কলরব। ছেলের বিয়ে বলে কথা! এক্কেবারে যেন উৎসবের মেজাজ। কিন্তু, আচমকা একটা খবরেই গোটা বাড়ির মাথায় যেন আকশ ভেঙে পড়ল। বিয়ের দিনেই উদ্ধার হল হবু বরের ঝুলন্ত দেহ। নিভল উৎসবের আলো। নিমেষেই সব আনন্দের রেশ কেটে গিয়ে বিষাদের চাদরে ঢেকে গেল গোটা বাড়ি। একেবারে হইচই কাণ্ড গোটা এলাকাতে। বাড়ির অদূরে আমবাগান থেকে উদ্ধার হল বিনয় মণ্ডল নামে বছর ৩২ এর ওই যুবকের দেহ। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে মালদহের ইংরেজবাজারের সাট্টারি মোবারকপুর এলাকায়। 

পরিবারের লোকজন বলছেন, এদিনই হবু বউয়ের প্রেমের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন বিনয়। তারপর থেকেই ভেঙে পড়েছিলেন। সেই অবসাদ থেকেই সে আত্মহত্যা করে থাকতে পারে বলে মনে করছেন পরিবারের লোকজন। যদিও নেপথ্যে অন্য কোনও কারণ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বিনয়ের পরিবারের লোকজনকেও। 

বিনয়ের পরিবার সূত্রে খবর, মাসখানেক আগেই খাস কোল এলাকার এক যুবতীর সঙ্গে বিয়ে ঠিক হয় বিনয়ের। গত সোমবার রেজিস্ট্রি করার জন্য শ্বশুরবাড়িতেও গিয়েছিল বিনয়। ফিরেও আসেন হাসিমুখে। এদিন সকালে বাড়ির সদস্যদের সঙ্গে ফের এক দফা বিয়ের বাজারও করতে যান। ফিরে এসে হঠাৎ ফোন হাতে হন্তদন্ত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। পরিবারের লোকজন বলছেন, ততক্ষণে সে হবু বউয়ের অন্যত্র সম্পর্কের কথা জানতে পেরে গিয়েছেন। যা নিয়ে দুজনের মধ্যে ফোনে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটিও হয়। কিন্তু, তারপরই যে সে আচমকা এ ঘটনা ঘটিয়ে ফেলবে তা ঘুণাক্ষরেও টের পাননি কেউ। শোকে কাতার মা-বাবা থেকে দাদা সকলেই।