AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haimanti Ganguly: মালদার হোটেলে হৈমন্তী, নেপালে পালানোর ছক, রিপোর্ট পাঠানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকে: বিজেপি সাংসদ

Haimanti Ganguly: খগেন মূর্মূর দাবি, সেই তৃণমূল বিধায়কের ব্যবস্থাতেই হোটেলে ওঠেন হৈমন্তী। শুধু তাই নয়, তাঁকে চাঁচল থেকে বিহার বা ঝাড়খণ্ড হয়ে নেপালে পাঠানোর ব্যবস্থাও করেন সেই বিধায়ক। এই বিষয়ে সার্বিক তথ্য-সহ স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাচ্ছে বিজেপি।

Haimanti Ganguly: মালদার হোটেলে হৈমন্তী, নেপালে পালানোর ছক, রিপোর্ট পাঠানো হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রকে: বিজেপি সাংসদ
গোপাল দলপতির স্ত্রী হৈমন্তী গঙ্গোপাধ্যায়
| Edited By: | Updated on: Feb 28, 2023 | 2:59 PM
Share

মালদা: মালদায় হৈমন্তী! তাও আবার এক তৃণমূল বিধায়কের আশ্রয়ে। অন্তত এমনটাই দাবি করছেন বিজেপি সাংসদ খগেন মূর্মূ। খবর তাঁর লোকসভা কেন্দ্রেই মালদার চাঁচলে একটি হোটেলে সোমবার রাতে খুব গোপনে ঢোকেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। তাঁকে নিয়ে আসেন এক তৃণমূল বিধায়ক ও তাঁর অনুগামীরা। খগেন মূর্মূর দাবি, সেই তৃণমূল বিধায়কের ব্যবস্থাতেই হোটেলে ওঠেন হৈমন্তী। শুধু তাই নয়, তাঁকে চাঁচল থেকে বিহার বা ঝাড়খণ্ড হয়ে নেপালে পাঠানোর ব্যবস্থাও করেন সেই বিধায়ক। এই বিষয়ে সার্বিক তথ্য-সহ স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠাচ্ছে বিজেপি। পাশাপাশি এই ব্যাপারে সিবিআইকেও জানাতে চলেছেন তাঁরা। যদিও এই বিষয়ে তৃণমূলের পালটা অভিযোগ, ইডি সিবিআই দিয়ে বার বার বিব্রত করছে বিজেপি। এক্ষেত্রেও তাই হচ্ছে কিনা খতিয়ে দেখতে হবে। তবে কেউ অপরাধ করলে তাঁর শাস্তি হবে। দল দেখবে। সেই হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা গোটা বিষয়টি অস্বীকার করেছে। তবে তাঁদের বক্তব্যে ছিল অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। তাঁকে প্রশ্ন করা হয় হৈমন্তী গঙ্গোপাধ্যায় কত নম্বর রুমে ছিলেন? হোটেলের এক কর্মী বলেন, “আজ সব চেক আউট হয়ে গিয়েছে। কালকে ছিলেন। আজকে সব চেক আউট হয়ে গিয়েছে।”

কী বলছেন খগেন মুর্মু?

তাঁর কথায়, “আমি হঠাৎ করে শুনলাম, আমাদের জেলার চাঁচলে, আমার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে, ওখানে একটা হোটেলে এসেছিলেন। সেখানে তৃণমূলের বিধায়ক ব্যবস্থা করে দিয়েছিলেন। খোঁজখবর করা হচ্ছে। ওখানে থেকে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে চলে যেতে পারেন। কারণ এভাবেই তো পালিয়ে বেড়ান।”

তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “যদি খগেনবাবু এত কিছু জানেন, তাহলে থানায় একটা জিডি কিংবা এফআইআর করুন। সব ব্যাপারে সিবিআই-ইডি হয় না। এফআইআর মাস্ট। এইভাবে বলে তো লাভ নেই।”

গত কয়েকদিনে এই নামটা বহু চর্চিত। হৈমন্ত গঙ্গোপাধ্যায়, গোপাল দলপতির দ্বিতীয় পক্ষের স্ত্রী। নিয়োগ দুর্নীতিতে তাঁর নামটা প্রকাশ্যে আসেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ। তিনি বলেছিলেন, ‘সব টাকা গোপালের স্ত্রী হৈমন্তীর কাছে রয়েছে।’ তখন থেকেই র্যাডারে হৈমন্তী। তিনি পেশায় মডেল, অভিনয় জগতে স্ট্রাগল করছিলেন। হাওড়ার বাকসাড়ার মেয়ে হৈমন্তীকে কয়েক বছর আগে বিয়ে করেন গোপাল দলপতি। টালিগঞ্জের একটি ফ্ল্যাটে থাকতেন তাঁরা। বর্তমানে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়েছে। গোপাল রয়েছেন নয়া দিল্লিতে, হৈমন্তী কোথায়? সেটারই চলছে খোঁজ।