Maldah TMC Candidate: ‘গনি খান আমার কাছে ঈশ্বর নন’, মন্তব্য দক্ষিণ মালদহর তৃণমূল প্রার্থী রাইহানের
Shahnawaz Ali Raihan: যদিও, এই বিষয়ে কংগ্রেসের দক্ষিণ মালদহর প্রার্থী ঈশা খান চৌধুরী বলেছেন, "ঠিক আছে। গনি খান একজন মানুষ। ভগবান নয়। কিন্তু সবাই ওঁকে শ্রদ্ধা করেন, ভালবাসেন। উনি মালদহ জেলার জন্য অনেক কিছু করেছেন। চাকরি দিয়েছেন। মানুষ গনি খানকে ভালবাসেন। উনি আবেগ এখানকার। এটা আজও আছে, আগামী দিনেও থাকবে। যিনি বলেছেন তিনি মালদহ সম্বন্ধে এত বেশিকিছু জানেন না।"
মালদহ: গনি খান চৌধুরীকে নিয়ে মন্তব্য করলেন দক্ষিণ মালদহর তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনাওয়াজ আলি রাইহান। তাঁর বক্তব্য, গনি খান ঈশ্বর নন তাঁর কাছে। উনি মনে আছেন ঠিক আছে। তবে তাঁকে দেবত্বের আসনে না বসালে অপমান করা হবে। এমন কোনও ব্যাপার নেই। শুধু তাই নয়, তাঁর অভিযোগ গনি খান চৌধুরীর কোতুয়ালীর বাড়ির সদস্যরা এলাকার কোনও উন্নয়নই করেননি। তবে মৌসম নুরের প্রসঙ্গ এড়িয়ে যান তিনি।
কয়েকদিন আগে গনি খান চৌধুরীর মাজারে মাথা ঠেকানো নিয়ে মন্তব্য করেছেন শাহনাওয়াজ আলি রাইহান। তিনি বলেন, “আমার কাছে গনি খান চৌধুরী ঈশ্বর নন। মালদহতে এলেই মাথা ঠেকাতে হবে। উনি আমার মনে রয়েছেন। কিন্তু তাঁকে দেবত্ব বানিয়ে কেন তুমি মাজারে গেলে না, অপমান করলে এই রকম যুক্তি মানি না।”
যদিও, এই বিষয়ে কংগ্রেসের দক্ষিণ মালদহর প্রার্থী ঈশা খান চৌধুরী বলেছেন, “ঠিক আছে। গনি খান একজন মানুষ। ভগবান নয়। কিন্তু সবাই ওঁকে শ্রদ্ধা করেন, ভালবাসেন। উনি মালদহ জেলার জন্য অনেক কিছু করেছেন। চাকরি দিয়েছেন। মানুষ গনি খানকে ভালবাসেন। উনি আবেগ এখানকার। এটা আজও আছে, আগামী দিনেও থাকবে। যিনি বলেছেন তিনি মালদহ সম্বন্ধে এত বেশিকিছু জানেন না।”
আর তৃণমূল কংগ্রেস প্রার্থীর এই মন্তব্যকে নিন্দা করে সরব হয়েছে বিজেপিও। বরকত গনি খান চৌধুরী জেলার জন্য অনেক কিছুই করেছেন। এটা কেউ অস্বীকার করতে পারেন না। যাঁরা বিজেপি করছেন তাঁরাও এটা অস্বীকার করতে পারেন না। তবে এটাও ঠিক তাঁর উত্তরসূরীরা কোনও কাজ এখানে করেননি এটাও ঠিক। প্রসঙ্গত, মালদহর ‘রূপকার’ গনি খানের মৃত্যুর পরও ‘গনি মিথ’-এই আস্থা রেখেছে কংগ্রেস। এমনকী তাঁর উপরই ভরসা করে নিজেদের সংগঠনকে শক্তিশালী করে তোলার চেষ্টা করেছে হাত শিবির। গত বিধানসভা নির্বাচনে গনির এই খাসতালুক বলে চেনা সুজাপুর বিধানসভায় কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী লক্ষাধিক ভোটে হেরে যান। সেই সময় যদিও তৃণমূল বলেছিল ‘গনি-মিথ’ বলে তেমন কিছু নেই। এবার লোকসভা ভোটের পূর্বেও সেই একই সুর শোনা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থীর গলায়।